Hindi Diwas 2021: হিন্দি দিবসে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দেশবাসী সহ ভাষাবিদদের হিন্দি হরফে লিখে অভিনন্দন জানিয়েছেন তিনি
কলকাতা: হিন্দি দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে ভাষাবিদদের অভিনন্দন জানিয়েছেন তিনি। নিজের ট্যুইটার হ্যান্ডেলে হিন্দি হরফেই শুভেচ্ছাবার্তা লেখেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। এদিন তিনি ট্যুইটারে লিখেছেন, "হিন্দি দিবস উপলক্ষে, সকল দেশবাসী এবং হিন্দি ভাষার উন্নয়নে অবদান যাঁরা রেখেছেন সেই সকল ভাষাবিদদের শুভেচ্ছা জানাই।''
সামনেই ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন। যে কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী। ওই কেন্দ্রে হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা নেহাত কম নয়। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিপক্ষে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রসঙ্গত, এর আগে গণেশ চতুর্থীর শুভেচ্ছাও মমতা জানিয়েছিলেন হিন্দি হরফে। বিশ্বের প্রায় ৩০০ মিলিয়ন লোকের মাতৃভাষা হিন্দি। দেবনগরী হরফে লেখা হিন্দি ভাষাকে ১৯৪৯ সালের ১৪ সেপ্টেম্বর ভারতের গণপরিষদে সরকারি ভাষার আখ্যা দেওয়া হয়। ভারত সরকারের ব্য়বহৃত দুটি সরকারি ভাষার একটি হল হিন্দি। অন্যটি ইংরেজি। এই বিশেষ দিন পালিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ দিন উপলক্ষে হিন্দিভাষী মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আরও পড়ুন: North 24 Parganas: এক মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড বসিরহাটের গ্রাম, আহত বেশ কয়েকজন
এদিন ট্যুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, “সকলকে হিন্দি দিবসের শুভেচ্ছা। বিভিন্ন প্রান্তের মানুষ হিন্দিকে একটি সক্ষম ভাষা হিসেব গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিয়েছে। আপনাদের প্রয়াসের কারণে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় গড়ে তুলতে হিন্দি ক্রমশ এগিয়ে চলেছে।”
মাতৃভাষার পাশাপাশি হিন্দি ভাষা ব্যবহারে সংকল্প নেওযার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হিন্দিকে ‘রাজভাষা’ বলেও উল্লেখ করেছেন তিনি। ট্যুইটারে স্বরাষ্টমন্ত্রী লেখেন, ”নিজের মাতৃভাষার পাশাপাশি রাজা হিন্দির ব্যবহার বাড়ানোর সংকল্প করুন। মাতৃভাষা এবং রাজভাষার সমন্বয়েই ভারতের উন্নতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হিন্দি এবং সমস্ত ভাষার সমান্তরাল উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।”