ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ, পথ অবরোধ, জেলায় জেলায় দুর্ভোগের ছবি
কোথাও ভ্যাকসিন না পেয়ে করা হল পথ অবরোধ। কোথাও বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

এরশাদ আলম, সুনীত হালদার, মুন্না অগ্রবাল: চরমে ভ্যাকসিন ভোগান্তি। হাওড়া, বীরভূম থেকে দক্ষিণ দিনাজপুর সর্বত্র এক ছবি। হাওড়ায় টিকা না থাকার নোটিস টাঙানো মাত্রই বিক্ষোভ। বীরভূমেও ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। চাহিদার তুলনায় ভ্যাকসিনের জোগান অনেক কম, দাবি প্রশাসনের।
জেলায় জেলায় চরমে ভ্যাকসিন হয়রানি। বীরভূম থেকে হাওড়া, দক্ষিণ দিনাজপুর সর্বত্র এক ছবি। কোথাও আবার সকাল থেকে লাইন দিয়েও আধার লিঙ্ক না হওয়ায় ভ্যাকসিন থাকা সত্ত্বেও তা না পেয়ে ফিরতে হল গ্রাহকদের। কোথাও ভ্যাকসিন না পেয়ে করা হল পথ অবরোধ। কোথাও বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।
বুধবার সকাল থেকে বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে ভ্যাকসিন নিতে লাইন দেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, বেশ কিছুজনকে দেওয়ার পরই হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় ভ্যাকসিন শেষ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বোলপুরের বাসিন্দা এক বিক্ষোভকারী ছায়ারানি ঘোষ বলেন, সকাল থেকে দাঁড়িয়ে আছি, তাও পেলাম না, দেওয়া হবে না যদি তাহলে নাম নথিভুক্ত করা হল কেন?
বোলপুর মহকুমা হাসপাতাল ভারপ্রাপ্ত সুপার দিব্যেন্দু দত্ত, নিয়ম অনুযায়ী সবাইকে দিচ্ছি, ৩০০-র বেশি মানুষকে আজ দিয়েছি, ভ্যাকসিন আছে, দিচ্ছি না এমন নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
মধ্য হাওড়ার নরসিংহ দত্ত রোডে হাওড়া পুরসভার ৪ নম্বর বরো অফিস থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। গ্রাহকদের অভিযোগ, বুধবার সকালে নোটিস টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়, ভ্যাকসিন নেই। প্রতিবাদে এদিন ঘণ্টাদেড়েক পথ অবরোধ করেন ভ্যাকসিন গ্রাহকরা। কদমতলার বাসিন্দা ঝর্ণা হালদার বলেন, রাত তিনটে থেকে দাঁড়িয়ে আছি তাও পেলাম না। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায় বলেন, কেন্দ্র না দিলে কোথা থেকে দেব। আমরা তো তৈরি করি না।
ভ্যাকসিন ভোগান্তির ভিন্ন ছবি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালেও।ভ্যাকসিন আছে। তবে লিঙ্ক করা যাচ্ছে না আধার কার্ড। প্রবল সমস্যায় পড়েন দূরদুরান্ত থেকে ভ্যাকসিন নিতে আসা মানুষেরা। ফিরতে হয় খালি হাতে।






















