এক্সপ্লোর
বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে খুনের চেষ্টা স্বামীর

বহরমপুর: এবার মুর্শিদাবাদে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ। নেপথ্যে সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে বিবাদ। ৬ মাস আগে রেজিনগরের বটতলার বাসিন্দা হাজিবুল শেখের সঙ্গে বিয়ে হয় বিজলিহারা বিবির। তাঁর পরিবারের দাবি, বিয়ের পরই স্বামীর অন্য সম্পর্কের কথা জানতে পারেন বিজলিহারা। বুধবার বিকেলে এই নিয়ে আত্মীয়ের বাড়িতেই বচসায় জড়ান দু’জন। অভিযোগ, বিবাদের জেরেই রবিবার গভীর রাতে স্ত্রীকে গলায় ফাঁস লাগিয়ে মারার চেষ্টা করে হাজিবুল। বধূর নাকেও গভীর আঘাত রয়েছে। প্রতিবেশীদের তৎপরতায় বিজলিহারা বিবিকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হাজিবুলের বিরুদ্ধে রেজিনগর থানায় খুনের মামলা দায়ের করেছে বধূর পরিবার। মাত্র চব্বিশ ঘণ্টা আগেই পুরাতন মালদার সাহাপাড়ায় অন্তঃসত্বা স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এক্ষেত্রেও বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তরুণীর মা। সেই একই ঘটনার পুনরাবৃত্তি মুর্শিদাবাদেও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















