কার কাছে থাকবে ছেলে? রাস্তায় হাতাহাতিতে জড়ালেন মা-বাবা
হুগলি: দাম্পত্য কলহের শিকার শৈশব! ছেলের অধিকার কার, তা নিয়ে মা-বাবার দড়ি টানাটানি! হুগলির উত্তরপাড়া থানার সামনে হাতাহাতিতে জড়ালেন মা-বাবা!!! সবকিছুই ঘটল ১০ বছরের ছেলের সামনে! সন্তানের ইচ্ছা সে বাব-মা দুজনের সঙ্গেই থাকবে। সে বলেছে, মা-বাবা দু’জনকেই ভালবাসি। কিন্তু, সন্তানের কথা শুনছে কে! নিজেদের ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করতে মরিয়া মা-বাবা। ১৪ বছরের দাম্পত্য জীবনে নিত্য সঙ্গী ছিল অশান্তি। সম্প্রতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দম্পতি। তা নিয়ে আদালতে মামলা চলছে। বাবার কাছেই থাকত ছেলে। কিন্তু, মাও চাইতেন ছেলের সঙ্গে দেখা করতে। সেই মতো এদিন দুপুরে আত্মীয়ের সঙ্গে উত্তরপাড়া থানায় যায় ১০ বছরের ছেলে। আসেন মা-বাবা। সে সময় থানার সামনে দাঁড়িয়েই বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। ছেলেকে টানাটানি শুরু করেন তাঁরা। থানায় সামনেই পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। আপাতত বাবার কাছেই রয়েছে ছেলে। কিন্তু, মা-বাবার অশান্তির মাসুল কেন সন্তানকে গুণতে হবে? সন্তানের মুখ চেয়ে কি নিজেদের সমস্যা মিটিয়ে নিতে পারেন না তাঁরা? উঠছে প্রশ্ন।