Kolkata Municipal Election 2021: কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব: মমতা বন্দ্য়োপাধ্যায়
KMC Election 2021: পুরভোটের আগে ফুলবাগানে প্রচারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন কলকাতা পুর অঞ্চলে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে তা যুক্ত করতে বলবেন স্বাস্থ্য দফতরের সঙ্গে।
কলকাতা: "কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের (Health Department) সঙ্গে যুক্ত করতে বলব।'' কলকাতা পুরভোটের প্রচারে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতা পুরভোটে ফুলবাগানে মমতার প্রথম সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়া থেকে ফিরেই ফুলবাগানে ভোটের প্রচারে তৃণমূলনেত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতা পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য দফতরের সঙ্গে যুক্ত করতে বলব। করোনার টিকাকরণে কলকাতা এক নম্বরে, বাংলাও এক নম্বরে। যারা একটি ভ্যাকসিন নিয়েছেন, তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিন। ওমিক্রনে একজন ধরা পড়ছেন, কিন্তু বিমানের বাকি যাত্রীদের ছুঁইয়ে দিচ্ছে। বিমানের বাকি ৩০০ যাত্রী বলা সত্বেও সবার সঙ্গে মিশছেন। ওমিক্রন মারাত্মক কিছু নয়, কিন্তু ছোঁয়াচে, ছড়ায় বেশি।’’
এদিনের সভায় তিনি বলেন, “কলকাতায় আরও বেশি পাম্পিং স্টেশন করতে হবে। অনেক বৃষ্টি হয়েছে, অন্য কেউ হলে সামলাতে পারত না। দিল্লি, মুম্বই, চেন্নাই একদিন বৃষ্টি হলে হাবুডুবু খায়, বাংলায় জল সরে যায়। আমরা এর জন্য আমরা অনেক পরিকল্পনা করেছি। ৬০০ কোটি দিয়ে টালা ট্যাঙ্ক ঢেলে সাজানো হচ্ছে। ২০২৪-র মধ্যে বাংলার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেব। কলকাতায় আরও ২০০ পাম্পিং স্টেশন তৈরি করব।’’
এর পাশাপাশি অনলাইন ব্যবস্থাকেও গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, “আগামী দিনে যা দরকার, অনলাইনেই চাইবেন, ৭দিনে হবে, এটা আমি চাই। শিল্পক্ষেত্রেও এটা আমরা করতে যাচ্ছি।’’ যারা আবেদন করেছেন, “খতিয়ে দেখে করে দাও। কেন মুখ দেখতে হবে, আবেদন করলে খতিয়ে দেখে কাজ করে দাও।আমার কাছে কিছু এলে, খতিয়ে দেখে ব্যবস্থা নিই। এলাকায় কে বাড়ি করবে, কাউন্সিলর ঠিক করবে না। কোনও জায়গায় বিপদ হলে কাউন্সিলর প্রথমে ছুটে যাবে। যিনি এসব দেখতে পারবেন না, তিনি কাউন্সিলর হবেন না। ’’ পুরভোটের মুখে দলীয় প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: Mamata Banerjee: 'ওমিক্রন মারাত্মক কিছু নয়, ছোঁয়াচে কিন্তু মৃত্যুভয় কম', রাজ্যবাসীকে আশ্বাস মমতার