এক্সপ্লোর
অমানবিকতার নজির! ট্রেনের ধাক্কা, আহত অবস্থায় সাড়ে তিন ঘণ্টা পড়ে রইলেন যুবক, ফিরেও তাকালেন না কেউ

হাওড়া: ফের অমানবিকতার ছবি। হাওড়ার কুলগাছিয়া স্টেশনে সাড়ে তিন ঘণ্টা পড়ে রইলেন ট্রেনের ধাক্কায় আহত যুবক। ফিরেও দেখলেন না নিত্যযাত্রীরা। দেখা মিলল না রেলকর্মীদেরও। কর্মী কম, তাই এই অবস্থা, সাফাই রেলের। বৃহস্পতিবার সকালে হাওড়ার কুলগাছিয়া স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার সকালে ট্রেনের ধাক্কায় আহত হয়ে প্ল্যাটফর্মে পড়ে যান এক যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে সাহায্য করা তো দূরের কথা, কারও একবার দাঁড়াতেও ইচ্ছে হয়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন আবার রক্তাক্ত যুবকের পাশে দাঁড়িয়ে সেলফি তুলে চলে যান। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সাড়ে দশটা নাগাদ কুলগাছিয়া স্টেশনে নামেন কয়েকজন ছাত্র-ছাত্রী। তাঁরাই ওই যুবককে নিয়ে যান উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যাধিক রক্তক্ষরণের ফলে ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পরে হাসপাতালে যান রেলপুলিশের কর্মীরা। কিন্তু, ওই যুবক প্ল্যাটফর্মে পড়ে থাকাকালীন তাঁদের বা রেলের কোনও কর্মীকে আসতে দেখা গেল না কেন? দক্ষিণ-পূর্ব রেলের দাবি, এই স্টেশনে কর্মীর সংখ্যা অত্যন্ত কম। একজন গার্ড আরেকজন বুকিং ক্লার্ক। তাঁরা কর্তব্য ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















