![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jakir Hossain Investigation: উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার, প্রাথমিক অনুমান গোয়েন্দাদের
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে ট্রেন লাইন থেকে মিলেছে বিস্ফোরকের ধাতব টুকরো
![Jakir Hossain Investigation: উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার, প্রাথমিক অনুমান গোয়েন্দাদের Jakir Hossain Investigation Update WB election 2021 TMC Minister Jakir Hossain Injured Bomb Blast Nimtita Station Jakir Hossain Investigation: উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার, প্রাথমিক অনুমান গোয়েন্দাদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/02/19/98c89fb24282ae8338e120adafd67eb5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, মুর্শিদাবাদ: নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলার ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান সিআইডির গোয়েন্দাদের।
আজ বিস্ফোরণস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে ট্রেন লাইন থেকে মিলেছে বিস্ফোরকের ধাতব টুকরো।
সিআইডি, বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং এসটিএফের অফিসাররা গতকাল ও আজ বিস্ফোরণস্থল পরীক্ষা করেন। বিস্ফোরকের অংশ, ছড়িয়ে থাকা রক্তের নমুনা পরীক্ষা করেন তাঁরা।
সিআইডি সূত্রে খবর, সংগ্রহীত নমুনা কলকাতার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে।
গতকালই, জিআরপি-র কাছ থেকে তদন্তভার নেয় সিআইডি। পাশাপাশি, পৃথক সিট গঠন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা শ্রম প্রতিমন্ত্রীর ওপর হামলার ঘটনায় রেলকে দায়ী করে গতকালই তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এটা জাকিরকে হত্যা করার জন্য সুপরিকল্পিত ষড়যন্ত্র। ঘটনাটা ঘটেছে রেলের জায়গায়। অথচ রেল গোটা বিষয়টাকে খুব হাল্কা ভাবে দেখছে। ঘটনাটা যখন ঘটে, তখন স্টেশন চত্বরের ওই এলাকা পুরোপুরি অন্ধকার ছিল। কাছাকাছি কোনও রেলপুলিশও ছিল না। রেল এ ভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)