ভুয়ো ভেবে আবগারি দফতরের মহিলা আধিকারিককে পার্টি অফিসে আটকে রেখে ‘হেনস্থা’, ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আবগারি দফতরের মহিলা আধিকারিককে হেনস্থার পাশাপাশি তার গাড়ির চালককে তৃণমূল কার্যালয়ের মধ্যে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভুয়ো ভেবে এবার আবগারি দফতরের মহিলা আধিকারিককে ‘হেনস্থা’।জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তৃণমূল কার্যালয়ে আটকে রেখে আধিকারিকের গাড়িচালককে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। প্রায় ২ ঘণ্টা ধরে হেনস্থা ও মারধর চলে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন আবগারি দফতরের আধিকারিক। ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে।দলের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, জানাল তৃণমূল।
আবগারি দফতরের মহিলা আধিকারিককে হেনস্থার পাশাপাশি তার গাড়ির চালককে তৃণমূল কার্যালয়ের মধ্যে আটকে রেখে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি রোড এলাকায়। এব্যাপারে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা আধিকারিক। এ ব্যাপারে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দলের কোনও কর্মী এই ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জানা গিয়েছে, আবগারি দপ্তরের ডেপুটি কালেক্টর সুমনা দে বুধবার বিকেল থেকে অন্যান্য কর্মী ও আধিকারিকদের নিয়ে ময়নাগুড়ি রোড এলাকায় জাতীয় সড়কের ওপর নাকা তল্লাশি চালাচ্ছিলেন। রাতের দিকে ওই মহিলা আধিকারিক একাই ওই এলাকায় ছিলেন। সে সময় কয়েকজন যুবক এসে ওই মহিলা আধিকারিককে নিগ্রহ করেন বলে অভিযোগ। ওই মহিলা আধিকারিকের গাড়ির চালককেও পাশের একটি তৃণমূল কার্যালয়ে নিয়ে আটকে রেখে মারধর করা হয়৷ প্রায় ২ ঘন্টা ধরে চলে হেনস্থা ও অকথ্য ভাষায় গালাগাল। এরপর আবগারি দপ্তরের অন্যান্য কর্মীরা ময়নাগুড়ি থানায় খবর দেবার পর ময়নাগুড়ি থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন। ওই মহিলা আধিকারিক ময়নাগুড়ি থানায় এসে ৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
ময়নাগুড়ি ২ নাম্বার ব্লক তৃণমুল সভাপতি শিবশঙ্কর দত্ত বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, যা আদৌ বরদাস্ত করা যায় না। এই ঘটনায় দলের নাম করে কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।