দুর্গাপুরে ফেসবুক বান্ধবীর বাড়িতে ঝাড়খণ্ডের যুবকের রহস্যমৃত্যু
পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে ফেসবুক বান্ধবীর বাড়ি থেকে ঝাড়খণ্ডের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। গলায় বান্ধবীর ওড়না। গ্রেফতার বান্ধবী ও তাঁর স্বামী। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা বছর ২৫-এর বিশ্বনাথ নাগ ভারত কোকিং কোলের কর্মী। বছর তিনেক আগে ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয় দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা, বছর সাতাশের গৃহবধূ মৌসুমী ভট্টাচার্যের সঙ্গে। প্রথমে আলাপ, তারপর দেখা সাক্ষাৎ। পুলিশ সূত্রে দাবি, ধানবাদের যুবক শনিবার থেকে মৌসুমীর শ্বশুরবাড়িতে এসে থাকতে শুরু করেন। বাড়িতে ছিলেন মৌসুমীর স্বামী, বছর পঁয়ত্রিশের শান্তনু ভট্টাচার্যও। রবি-সোম দুদিন এই বাড়িতেই ছিলেন ভিন রাজ্যের যুবক। মঙ্গলবার দোতলার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, গলায় যে ওড়নাটি ছিল, সেটি ফেসবুক বান্ধবী মৌসুমী ভট্টাচার্যের। বান্ধবীর বাড়িতে ভিন রাজ্যের যুবকের রহস্যমৃত্যু নিয়ে তৈরি হয় জল্পনা। আত্মহত্যা না কি খুন? মৃতের পরিবার আঙুল তুলেছে, ফেসবুক বান্ধবী এবং তাঁর স্বামীর দিকে। মৃতের জামাইবাবুর অভিযোগ, মহিলা ও তাঁর স্বামী ষড়যন্ত্র করে মেরেছে। মৃতের বোনের দাবি, শাস্তি চাই। মৃতের পরিবারে দাবি, ফেসবুক বান্ধবীর জন্য ভালই খরচ করতেন ধানবাদের যুবক। সম্প্রতি একটি স্কুটারও কিনে দিয়েছিলেন। মৃত যুবকের পরিবারে অভিযোগের প্রেক্ষিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। ফেসবুক বান্ধবী ও তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।