উধাও শীতের আমেজ, মেঘলা আকাশে ফের ঊর্ধ্বমুখী পারদ
সোমবার থেকে আকাশ পরিষ্কার হলে, ফের পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা
কলকাতা: আকাশ মেঘলা হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
মঙ্গলবার, আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছিল, শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলভাগে। পূর্বাভাস ছিল কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে অল্পবিস্তর বৃষ্টি হতে পারে বলে।
তবে বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমছে। যদিও মেঘলা আকাশের কারণে রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। ফলে আপাতত উধাও হবে শীতের আমেজ।
তবে শুক্রবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ পার্বত্য এলাকার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হলে, ফের পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা।
এদিকে মাঝ নভেম্বরেই দেশের একাধিক রাজ্যে শুরু হয়েছে তুষারপাত। তুষার-শুভ্র বরফের চাদরে ঢেকেছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের একাধিক জায়গা।
পাশাপাশি, জম্মুর ডোডা ও কিশতোয়ার জেলায় শুরু হয়েছে বৃষ্টি। পিরপাঞ্জালে তুষারপাতের জেরে বন্ধ রাজৌরির মুঘল রোড। শুরু হয়েছে রাস্তা পরিষ্কারের কাজ। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ইতিমধ্যেই দিল্লি,পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারে আবহাওয়ার পরিবর্তন এসেছে।