কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বধূকে ‘ধর্ষণের চেষ্টা’, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী
![কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বধূকে ‘ধর্ষণের চেষ্টা’, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী Local Miscreant allegedly tried to rape woman in front of her husband কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বধূকে ‘ধর্ষণের চেষ্টা’, বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/02185050/n24-baranagar-housewife-molest.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
উত্তর ২৪ পরগনা: স্বামীর সামনে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্বামী! চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী বরানগর থানা এলাকার বনহুগলি।
অভিযোগকারিণীর দাবি, সম্প্রতি মৃণ্ময় বোস ওরফে বিট্টু নামে এক যুবক তাঁকে কুপ্রস্তাব দেন। প্রতিবাদ করেন গৃহবধূ। এরপর ২৭ ফেব্রুয়ারি রাতে স্বামীর সঙ্গে বাইকে চেপে ওষুধ কিনে বাড়ি ফিরছিলেন তিনি।
অভিযোগ, বাইকে করে দলবল নিয়ে চড়াও হন বিট্টু। তাঁর স্বামীর বাইকে ধাক্কা মারা হয় বলে অভিযোগ। রাস্তায় ছিটকে পড়েন বধূ। অভিযোগ, সেই অবস্থাতেই গৃহবধূকে প্রকাশ্য রাস্তায় ধর্ষণের চেষ্টা করা হয়।
বাধা দিলে বধূর স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের ধরছে না পুলিশ।
যদিও পুলিশ সূত্রে দাবি, অভিযোগকারিণীর গোপন জবানবন্দি নিতে চাওয়া হয়। কিন্তু তিনি সহযোগিতা করেননি। তার জেরেই তদন্তে বিলম্ব। ইতিমধ্যে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, কটূক্তি, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তরা এখনও ধরা না পড়ায় আতঙ্কে অভিযোগকারিণী ও তাঁর পরিবার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)