ব্যাঙ্কে টাকা না পেয়ে বালুরঘাটে আত্মহত্যা কৃষকের, মোদীকে আক্রমণ মমতার
কলকাতা: নোট বাতিলের পর থেকে দেশজুড়ে হাহাকার। নিজের টাকা তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। বুধবার মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে সেই দুর্বিসহ পরিস্থিতির কথা টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন মোদী সরকারকে আক্রমণ করছেন, তখনও বালুরঘাট থেকে সামনে এসেছে আরেকটি মর্মান্তিক ঘটনা। বালুরঘাটের বাসিন্দা শ্রীমন্ত সরকার রবিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পেশায় কৃষক শ্রীমন্তর পরিবারের দাবি, কিছুদিন আগে এলআইসি-র একটি প্রকল্প থেকে ২ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে আসে। কিন্তু, ব্যাঙ্ক থেকে সেই টাকা তুলতে না পেরে হতাশ হয়ে পড়েছিলেন শ্রীমন্ত। হতাশার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। নোট বাতিলের পর ৪৩ দিন কেটে গেল। ৫০ দিন পার হতে বাকি আর মাত্র সাতদিন। প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী, তার মধ্যেই সব ঠিক হয়ে যায় কি না সেটাই দেখার।