এক্সপ্লোর
প্রধানমন্ত্রী, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্নের উত্তর দিতে না পারায় হাওড়া থেকে মালদাগামী ট্রেনে শ্রমিককে মারধর

মালদা: জাতীয় সঙ্গীত ও প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্নের জবাব দিতে পারেননি। এ জন্য হাওড়া থেকে মালদাগামী ট্রেনে ভিনরাজ্যে কর্মরত এক শ্রমিককে বেধড়ক মারধর করল চার দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, গত ১৪ মে এই ঘটনা ঘটে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই ব্যক্তি হাওড়া থেকে মালদার কালিয়াচক যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। কিছু একটা আনতে সিটে ব্যাগ রেখে ট্রেন থেকে নামেন তিনি। এরইমধ্যে ট্রেনে ওঠে অভিযুক্ত চারজন। তারা ওই ব্যক্তির আসনের পাশে বসে। ট্রেনের কামরায় ফিরে আসার পর অভিযুক্তরা ওই ব্যক্তিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় সঙ্গীত এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করেন। পেশায় শ্রমিক ওই ব্যক্তি সে সব প্রশ্নের উত্তর দিতে পারেননি। এরপর ওই চারজন তাঁকে মারধর করে বলে অভিযোগ। পরে তারা ব্যান্ডেল স্টেশনে নেমে যায়। সহ যাত্রীদের মোবাইলের ক্যামেরায় তোলা ভিডিও-র ভিত্তিতে স্থানীয় এনজিও বাংলা সংস্কৃতি মঞ্চ অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বলে জানিয়েছেন কালিয়াচক থানার ইন্সপেক্টর-ইন-চার্জ সুমন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















