Amrut Project: অম্রুত প্রকল্পে মেদিনীপুর পৌর এলাকায় পরিস্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ, বরাদ্দ দুশো কোটি
রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের সহযোগিতায় প্রায় দুশো কোটি টাকা আর্থিক অনুদানে "অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রানসফর্মেশন (অম্রুত) প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৬ সাল থেকে।
অলোক সাঁতরা, মেদিনীপুর: মেদিনীপুর পৌর এলাকার প্রায় আড়াই লক্ষ বাসিন্দার জন্য পরিস্রুত পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হল।
২০১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের মূল পরিস্রুতিকরণ হাবের শিলান্যাস হল শুক্রবার। মেদিনীপুর শহরের গাঁধীঘাট এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন জেলাশাসক।
জানা যাচ্ছে, মেদিনীপুর পৌরসভার অন্তর্গত প্রায় আড়াই লক্ষ মানুষের জন্য প্রতিদিন পানীয় জল সরবরাহ করা হয় নির্দিষ্ট পদ্ধতিতে।
কংসাবতী নদী থেকে পাম্পের মাধ্যমে রিজার্ভার হয়ে জল সরবরাহ করা হত এতদিন। এবার সেই পদ্ধতিকে আরও একটু উন্নত করার লক্ষ্যে অম্রুত প্রকল্পের সাহায্য নেওয়া হল।
রাজ্য সরকারের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দফতরের সহযোগিতায় প্রায় দুশো কোটি টাকা আর্থিক অনুদানে "অটল মিশন ফর রেজুভেনেশন অ্যান্ড আরবান ট্রানসফর্মেশন (অম্রুত) প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৬ সাল থেকে।
মেদিনীপুর পৌর এলাকায় ইতিমধ্যেই দশটি জলের ট্যাঙ্ক তৈরি হয়েছে। প্রায় ৩৫০ কিলোমিটার পাইপলাইন দ্বারা এই ট্যাঙ্কগুলিকে সংযুক্ত করা হবে বলে জানান মেদিনীপুর পৌরসভার পৌর প্রশাসক দীনেন রায়।
প্রসঙ্গত, এই কাজ করতে গিয়ে পরিস্রুতিকরণের হাব তৈরির জায়গায় জমি দখল করে বসেছিল কয়েকজন। তাদের সেই জায়গা থেকে উচ্ছেদ করে হাবের শিলান্যাস হয় শুক্রবার।
শিলান্যাস করেন জেলাশাসক রেশমি কমল। জানা যাচ্ছে, এই প্রকল্পের দ্বারা মেদিনীপুর পৌর এলাকার আড়াই লাখের বেশি মানুষ উপকৃত হবেন। পরিস্রুত পানীয় জল পাবেন তাঁরা।
দখলমুক্ত হওয়া প্রায় চার একর জমি উদ্ধার করে তার ওপর এই শোধনাগার তৈরি হবে বলেই শোনা যাচ্ছে। আগামী ৫ বছর ধরে তৈরির কাজ চলবে।
এই পরিস্রুত পানীয় জল সরবরাহ শুরু হলে শহরের বহু মানুষের সমস্যার সমাধান হবে। প্রতি ২২ ঘণ্টায় তিন কোটি লিটার জল সরবরাহ করবে এই প্রকল্প।
তবে, পুরো প্রকল্পটির সুফল পেতে সময় লাগবে প্রায় পাঁচ বছর। দায়িত্বে থাকা আধিকারিকদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।