এক্সপ্লোর
Advertisement
তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বার পেটে লাঠি, ছাত্রদের মার, গ্রেফতার বিজেপি পঞ্চায়েত প্রধান
নদিয়া: পরীক্ষার ভরা মরসুমে, রাত পর্যন্ত তারস্বরে মাইকে বাজিয়ে অনুষ্ঠান। প্রতিবাদ করায় দুই পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ। বাঁচাতে গেলে অন্তঃসত্ত্বা মহিলাকে রাস্তায় ফেলে পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ পরিবারের। গর্ভস্থ সন্তানের মৃত্যু। অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান-সহ ২ জনকে গ্রেফতার করেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশ।
একদিকে জলপাইগুড়ি শিশুপাচারকাণ্ডে নাম জড়িয়েছে বিজেপি নেত্রীর। এবার নদিয়ায় অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারায় গর্ভস্থ সন্তানের মৃত্যুতেও অভিযোগের আঙুল সেই বিজেপিরই এক নেতার দিকে!
ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পরের দিন থেকে মাধ্যমিক। কয়েক দিন পর উচ্চমাধ্যমিক শুরু।পরীক্ষার এমন ভরা মরসুমে ধুবুলিয়ার সাধনপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান হচ্ছিল বলে অভিযোগ।
মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ, দুই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অনুষ্ঠানস্থলে গিয়ে এর প্রতিবাদ করেন। গ্রামবাসীদের অভিযোগ, তখনই ওই অনুষ্ঠানের আয়োজক, স্থানীয় বিজেপির পঞ্চায়েত প্রধান, পলাশ বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন যুবক ওই দুই পড়ুয়াকে বেধড়ক মারধর করে। স্থানীয় এক অন্তঃসত্ত্বা গৃহবধূ বাঁচাতে গেলে তাঁকেও রাস্তায় ফেলে পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।
অন্তঃসত্ত্বা মহিলাকে প্রথমে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্র নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে গিয়েও হুমকি দেয় হামলাকারীরা।
স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে ফোন করা হয় পুলিশকে। অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর সদর হাসপাতালে। সেখানে গিয়েই মেলে দুঃসংবাদ। ঘর আলো করে যার আসার কথা ছিল, কয়েকজনের তাণ্ডবে, সে পৃথিবীর আলোই দেখতে পেল না।
এই ঘটনায় অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত প্রধান পলাশ বিশ্বাস ও তাঁর এক সঙ্গী প্রহ্লাদ সাঁতরাকে গ্রেফতার করেছে ধুবুলিয়া থানার পুলিশ। শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত জুহি চৌধুরীর ক্ষেত্রেও যেমন পাশে বিজেপি, তেমনই অন্তঃসত্ত্বার গর্ভস্থ সন্তান নষ্ট করে দেওয়ার ঘটনায় অভিযুক্তের পাশেও, দাঁড়িয়েছে দল!
একধাপ এগিয়ে, দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার, ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধও করেন বিজেপি সমর্থকরা। স্থানীয়দের অবশ্য অভিযোগ, বিজেপি পঞ্চায়েত প্রধানের উদ্যোগে, পরীক্ষার মরসুমে, তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠান গত কয়েক দিন ধরেই চলছে। বার বার বলেও কোনও লাভ হয়নি।
ধুবুলিয়ায় পরীক্ষার মরসুমে তারস্বরে মাইক বাজিয়ে অনুষ্ঠানের অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরদ্ধে। আর ২ দিন আগে, কোচবিহারে, স্লোগান তুলে বাইক মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি। আইন ভেঙে বিনা হেলমেটে বাইক চালাতে দেখা যায় দিলীপ ঘোষকে।তাঁর সাফাই, রাজনৈতিক মিছিলে সাধারণত কেউ হেলমেট পরেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement