এক্সপ্লোর
বাড়িতে ঢুকে নাবালিকাকে ‘গণধর্ষণ’, অভিযুক্তদের আড়ালের অভিযোগ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনা: বাড়িতে ঢুকে নাবালিকাকে ‘গণধর্ষণ’।অভিযুক্তদের ‘আড়ালের চেষ্টার অভিযোগ স্থানীয় সিপিএম নেতার বিরুদ্ধে।দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের এই ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল!
কালীপুজোর রাতে বাড়িতে ভাইকে নিয়ে একাই ছিল সপ্তম শ্রেণির এই ছাত্রী। দু’জন দুটি ঘরে ঘুমোচ্ছিল। অভিযোগ, সেইসময় দরজা ভেঙে বাড়িতে ঢোকে প্রতিবেশী ৩ যুবক। কিশোরীকে গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে খুনের হুমকি দেয় তারা। এরপর তাকে গণধর্ষণ করে চম্পট দেয় অভিযুক্তরা।
আতঙ্কে প্রথমে কাউকে কিছু জানায়নি ছাত্রী। পরে মাকে সব খুলে বলে সে।
পরিবারের দাবি, ঘটনার পর তাঁরা স্থানীয় সিপিএম নেতা বিশ্বনাথ হালদারের কাছে যান। সালিশি সভার নাম করে তিনি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছেন বলে অভিযোগ নির্য়াতিতার পরিবারের।
বিশ্বনাথের স্ত্রী সিপিএম পরিচালিত বাসুলডাঙা পঞ্চায়েতের সদস্য ছিলেন। সদস্য না হলেও, তাঁর মৃত্যুর পর, স্ত্রী-র কাজ দেখভাল করতেন বিশ্বনাথ।
রবিবার থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযোগপত্রে, স্থানীয় সিপিএম নেতা-সহ আটজনের নাম রয়েছে। যদিও ঘটনার পর থেকে ওই সিপিএম নেতা বেপাত্তা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























