এক্সপ্লোর
কাল গোয়ায় প্রবল বর্ষণের সম্ভাবনা

পানাজি: কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা গোয়ায়। সম্ভবত আগামীকালই ভারতের পশ্চিম প্রান্তের ছোট্ট এই উপকূলীয় রাজ্যে ঢুকে পড়বে বর্ষা। গোয়ার আবহাওয়া দফতরের ডিরেক্টর ভিকে মিনি জানিয়েছেন, এই বৃষ্টির পূর্বাভাস বর্ষার আসার অনুকূল। দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ, কাল, পরশু গোয়ার বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে। ঘন্টায় ৪৫-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। আগামী ২৪ ঘন্টার মধ্যে সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















