এক্সপ্লোর
জোড়া ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমী অক্ষরেখা, আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

কলকাতা: মহালয়ার সকালে কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। ঘূর্ণাবর্তের পাশাপাশি রাজ্যের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। ভোরের দিকে শুরু হয় টিপটিপ বৃষ্টি। বেলা বাড়লেও দেখা মেলেনি রোদের। উল্টে আকাশ কালো করে নামে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই চলেছে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলিতে হয়েছে প্রতিমার চক্ষুদান। কলকাতার পাশাপাশি এদিন বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, নদিয়া, হাওড়া এবং হুগলিতে। বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতেও। কোথাও কোথায় মণ্ডপে জল ঢুকে যাওয়ায় বিপাকে পড়েন উদ্যোক্তারা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি, ঝাড়খণ্ড থেকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। জোড়া ফলার জেরে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। পুজোর মুখে বৃষ্টির পূর্বাভাস থাকায় চিন্তায় শহরবাসী। কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদেরও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















