জমি বিবাদে মাকে ‘কুপিয়ে খুন’, দাদাকে ‘কোপ’ ছোট ছেলের
![জমি বিবাদে মাকে ‘কুপিয়ে খুন’, দাদাকে ‘কোপ’ ছোট ছেলের Nadia: Younger son allegedly kills mother, injures elder sibling following property dispute, accused at large জমি বিবাদে মাকে ‘কুপিয়ে খুন’, দাদাকে ‘কোপ’ ছোট ছেলের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/12/24163607/mother-killd-by-son-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নদিয়া: প্রথমে দাদাকে ধারাল অস্ত্রের ‘কোপ’! তারপর মাকে ‘কুপিয়ে খুন’! চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী নদিয়ার থানারপাড়ার দোগাছি। মৃতের নাম আছিয়া বিবি। বয়স ৭০। অভিযুক্ত ছোট ছেলেকে ধরেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, সম্প্রতি নাতির নামে একটি জমি লিখে দেন আছিয়া বিবি। তা নিয়েই বিবাদের সূত্রপাত। কয়েকদিন আগে বৃদ্ধার ছোট ছেলে মোস্তাক শেখ, এ বিষয়ে আপত্তিও তোলেন। তার জেরেই এই ঘটনা বলে দাবি পরিবারের। অভিযোগ, সোমবার সকালে দাদা আলা হামুদ শেখের চায়ের দোকানে চড়াও হন মোস্তাক। পরিবারের দাবি, দাদাকে দা দিয়ে এলোপাথাড়ি কোপান ভাই! সে সময় বাড়ির সামনেই বসেছিলেন বৃদ্ধা। অভিযোগ, পিছন থেকে এসে মায়ের ঘাড়ে কোপ মারেন মোস্তাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বৃদ্ধার বড় ছেলে। খুনের ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে, হুগলির চুঁচুড়ায় মত্ত অবস্থায় বাড়িতে ঢুকতে বাধা দেওয়ায়, মাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে। এবার নদিয়ার থানারপাড়ায়, জমি বিবাদের জেরে ছেলের বিরুদ্ধে মাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)