![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
মেলেনি মদ কেনার টাকা, মালদহে স্ত্রী ও দেড় বছরের শিশুপুত্রকে আগুনে পোড়াল স্বামী
![মেলেনি মদ কেনার টাকা, মালদহে স্ত্রী ও দেড় বছরের শিশুপুত্রকে আগুনে পোড়াল স্বামী Not Getting Money To Buy Liquor Husband Sets Wife And Son On Fire মেলেনি মদ কেনার টাকা, মালদহে স্ত্রী ও দেড় বছরের শিশুপুত্রকে আগুনে পোড়াল স্বামী](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/21102454/mld-wife-child-burnt-still-210917.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মালদহ: সংসার খরচের জন্য জমানো টাকা স্বামীর মদ্যপানের জন্য দিতে চাননি। সে জন্য স্ত্রী ও দেড় বছরের সন্তানের গায়ে আগুন দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মালদার হবিবপুর থানা এলাকার বুলবুলচণ্ডী গ্রামে। বছর তিনেক আগে এখানকার বাসিন্দা মিঠু সিংহর সঙ্গে বিয়ে হয় সোনালি সিংহর। পেশায় কাঠমিস্ত্রি মিঠু উপার্জনেরর অধিকাংশ মদ খেয়ে খরচ করে ফেলত। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্য প্রায়ই বচসা হত। স্থানীয় সূত্রে দাবি, বুধবার দুপুরেও মিঠু ফের স্ত্রীর কাছে মদ খাওয়ার টাকা চান। কিন্তু, স্ত্রী টাকা দিতে চাননি। এর জন্য যে স্বামী এতটা নৃশংস রূপ ধারণ করবেন, সেটা তিনি আঁচ করতে পারেননি। অভিযোগ, রাগে চিৎকার করতে করতে স্ত্রী ও দেড় বছরের শিশুপুত্রের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মিঠু। চোখের সামনে দু’জনকে যন্ত্রণায় ছটফট করতে দেখেও, তিনি তাঁদের বাঁচানোর বিন্দুমাত্র চেষ্টা করেননি। শেষমেশ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দু’জনকে হাসপাতালে নিয়ে যান। আগুনে পুড়ে দেড় বছরের শিশুটির মৃত্যু হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক।। প্রতিবেশীরা অভিযুক্ত মিঠুকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)