দাবি মতো চাঁদা দিতে রাজি না হওয়ায় ধাক্কা, হাওড়ায় মৃত্যু প্রৌঢ়ের
![দাবি মতো চাঁদা দিতে রাজি না হওয়ায় ধাক্কা, হাওড়ায় মৃত্যু প্রৌঢ়ের Old Man Dies After Allegedly Being Pushed For Not Meeting Demands Of Local Puja Club দাবি মতো চাঁদা দিতে রাজি না হওয়ায় ধাক্কা, হাওড়ায় মৃত্যু প্রৌঢ়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/17205744/hwh-puja-extortion-death.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হাওড়া: চাঁদার জুলুমে প্রৌঢ়ের মৃত্যুতে থমথমে হাওড়ার নিশ্চিন্দা। বন্ধ পুজো। ক্লাব থেকে নথি সংগ্রহ পুলিশের। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা। গৃহকর্তার মৃত্যুতে শোকে পাথর হাওড়ার নিশ্চিন্দার সেন পরিবার। সবাই জানেন, মানুষটা আর ফিরবে না, কিন্তু দোষীরা যেন শাস্তি পায়, এটাই এখন একমাত্র দাবি মৃত প্রৌঢ়ের পরিজনদের। পরিবারের দাবি, রবিবার রাতে, বাড়িতে এসে হাজার টাকা চাঁদা দাবি করেন ২ ক্লাব সদস্য। হাজার টাকা চাঁদা দিতে রাজি না হলে প্রৌঢ়কে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। মৃতের ছেলে রতন সেন বলেন, আমার কাছে চাইতে পারত। বুড়ো মানুষটার কাছে গেল কেন? কঠোর সাজা হোক। পরিবারের দাবি, এরপরই মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান প্রৌঢ় দুলাল সেন। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনায় ইতিমধ্যে ২ ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ক্লাব থেকে নথি সংগ্রহ করা হয়েছে। প্রৌঢ়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বন্ধ হয়ে গিয়েছে জুনিয়র বয়েজ ক্লাবের পুজো। খুলে ফেলা হয়েছে পুজোর প্যান্ডেল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)