এক্সপ্লোর
এবার উল্টোডাঙায় স্কুটারে ধাক্কা পুলকারের, পোলবা দুর্ঘটনায় জখম দুই পড়ুয়া এখনও ভেন্টিলেশনে
হুগলির পোলবার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উল্টোডাঙায় কলকাতা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পুলকার। এদিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পড়ুয়াদের পুলকারটি দ্রুত গতিতে এসে একটি স্কুটারে ধাক্কা মারে।
![এবার উল্টোডাঙায় স্কুটারে ধাক্কা পুলকারের, পোলবা দুর্ঘটনায় জখম দুই পড়ুয়া এখনও ভেন্টিলেশনে Pool car hits a scooter near Kolkata station at Ultadanga, 2 injured student in polba accident still in ventilation এবার উল্টোডাঙায় স্কুটারে ধাক্কা পুলকারের, পোলবা দুর্ঘটনায় জখম দুই পড়ুয়া এখনও ভেন্টিলেশনে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/02/17172607/1130-kol-poolcar-acci-again.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হুগলির পোলবার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উল্টোডাঙায় কলকাতা স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পুলকার। এদিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পড়ুয়াদের পুলকারটি দ্রুত গতিতে এসে একটি স্কুটারে ধাক্কা মারে। আহত হন স্কুটার চালক ও মহিলা আরোহী। স্থানীয়রাই পুলকারটিকে আটক করে। দেখা যায়, প্রাইভেট নম্বরে চলছিল পুলকারটি। পড়ুয়াদের সিট বেল্ট বাঁধা ছিল না। পরে উল্টোডাঙা থানার পুলিশ পুলকারটির কাগজ বাজেয়াপ্ত করে।
এদিকে, পোলবা পুলকার দুর্ঘটনায় এসএসকেএমে ভর্তি দুই পড়ুয়া এখনও ভেন্টিলেশনে। দু’জনেই কোমার প্রথম পর্যায়ে রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ৬ বছরের ঋষভ সিংহর ফুসফুসে এখনও রয়েছে কাদাজল। গতকাল এক্স-রে-তে তা ধরা পড়ে। এছাড়া, ঋষভের ব্রেনস্টেমে আঘাত রয়েছে। তা কতটা গুরুতর, পরীক্ষা করে দেখবেন চিকিত্সকরা। তবে ওই পড়ুয়ার শরীরে এখনও কোনও সংক্রমণ ছড়ায়নি।
এখনও একমো-র মাধ্যমেই ঋষভের ফুসফুসকে সক্রিয় রাখার চেষ্টা চলছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় গতকাল তাকে ৬ বোতল রক্ত দেওয়া হয়।
অন্য দিকে, ট্রমা কেয়ার সেন্টারে চিকিত্সাধীন ৭ বছরের দিব্যাংশু ভকতের ফুসফুস থেকে কাদাজল বের করা সম্ভব হয়েছে। ধীরে ধীরে সক্রিয় হচ্ছে তার ফুসফুস। ওই পড়ুয়ার মস্তিষ্কের আঘাত কতটা গুরুতর, তা পরীক্ষা করে দেখা হবে। চিকিত্সকরা জানিয়েছেন, দুই পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক হলেও, আপাতত স্থিতিশীল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)