বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, পথ অবরোধে জলঙ্গিতে
তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ গ্রামবাসীদের একাংশের।
রাজীব চৌধুরী, জলঙ্গি: বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। আর সেই অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গিতে পথ অবরোধ স্থানীয়দের। তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ গ্রামবাসীদের একাংশের। গ্রামবাসীদের এই অভিযোগ মানলেন তৃণমূল প্রধান। বিডিও জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জলঙ্গির বিডিও।
কাঁচা বাড়ি। সারা বছরই কাটে আশঙ্কায়। এদিকে মরার উপর খাঁড়ার ঘা বর্ষাকাল। যে কোনও মুহূর্তে সেই বাড়ি ধসে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা গ্রামবাসীদের। এই পরিস্থিতিতে বাংলা আবাস যোজনায় ঘর পেতে আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা। তালিকা প্রকাশ হতেই হতবাক তাঁদের একাংশ। অভিযোগ, আবেদনকারীদের মধ্যে তালিকায় নেই নাম সিংহভাগের। ফের আবাস-যোজনায় দুর্নীতির অভিযোগ গ্রামবাসীদের একাংশের। মুর্শিদাবাদের জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। দিনসাতেক আগে বাংলা আবাস যোজনার তালিকা প্রকাশ হয়েছে। গ্রামবাসীদের একাংশের দাবি, সেই তালিকা প্রকাশ হতে দেখা যায়, তাতে পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে। কিন্তু, বাদ পড়েছেন প্রকৃত উপভোক্তাদের ৯৫ জনের নাম। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন সংশ্লিষ্টরা।
দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সকালে রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অভিযোগকারী রহিদুল ইসলাম মোল্লা বলেন, সরকার দিচ্ছে আমরা কেন পাচ্ছি না। কার গাফিলতি জানাতে হবে। আরেক অভিযোগকারী মোক্তার শেখের কথায়, আমাদের কাঁচা বাড়ি অথচ নাম নেই। যাদের পাকা বাড়ি আছে ২ বার করে টাকা পেয়েছে। আবাস যোজনার তালিকায় অসঙ্গতির কথা মানছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান।
জলঙ্গির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান আনারুল ইসলাম বলেন, তালিকা থেকে এদের নাম কেন বাদ গেল আমরা বিডিওর কাছে জানতে চাওয়া হয়েছে। যারা আন্দোলন করছে তাদের প্রত্যেকের পাওয়া উচিত। আবার সার্ভে করে নাম জমা দেব। জলঙ্গির বিডিও জানিয়েছেন, তালিকায় কয়েকজনের নাম বাদ গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবেদনকারীরা যাতে তালিকাভুক্ত হন তার ব্যবস্থা করা হবে।