এক্সপ্লোর
দুর্গাপুজোর চাঁদা চাওয়ার নাম করে এসে ১১ লক্ষ টাকা ডাকাতি, ফালাকাটায় চাঞ্চল্য
পুলিশ তদন্ত শুরু করলেও, রাত ন’টায় এরকম ডাকাতির ঘটনা শুনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

অরিন্দম সেন, ফালাকাটা: দুর্গাপুজোর চাঁদা চাওয়ার নাম করে বাড়িতে ঢুকে ডাকাতি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ারের ফালাকাটা সোনারধাম এলাকায়। শনিবার রাত ন’টা নাগাদ এই এলাকার বাসিন্দা পরিমল সরকারের বাড়িতে আসে তিন যুবক। চাঁদা চাইতে এসেছে শুনে, গেট খুলে দেন পরিমলের স্ত্রী পুতুল সরকার। অভিযোগ, এরপরই ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তাঁর মুখ বেঁধে ফেলে ওই যুবকরা। ছেলেকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়। মোট ১১ লক্ষ টাকা হাতিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। দুষ্কৃতীদের মুখে কালো রুমাল বাঁধা থাকায় কাউকে চিনতে পারেননি অভিযোগকারিণী। ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ। আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানিয়েছেন, ‘আমরা তদন্ত শুরু করেছি, কিছু তথ্য পাওয়া গিয়েছে। আমরা সেটা ধরেই এগোচ্ছি। সম্ভবত স্থানীয় দুষ্কৃতীরাই এই ঘটনার পিছনে রয়েছে।’ পুলিশ তদন্ত শুরু করলেও, রাত ন’টায় এরকম ডাকাতির ঘটনা শুনে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















