অফিস টাইমে বাড়ল লোকাল, ভিড় কমল কি?
কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, তো কোথাও চলন্ত ট্রেনে উঠছেন যাত্রীরা, কোথাও আবার থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থাই নেই...
কলকাতা: অফিস টাইমে আজ থেকেই প্রায় ১০০ শতাংশ লোকাল ট্রেন। যদিও হাওড়া-শিয়ালদামুখী ট্রেনে ছবিটা অন্যদিনের মতোই।
সকাল থেকে ট্রেন চলছে। রয়েছে পরিচিত ভিড়। আরও ট্রেন বাড়ানোর দাবি যাত্রীদের। বুধবার থেকে রাজ্যে ফের লোকাল ট্রেন চালু হয়েছে।
করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করেন যাত্রীরা। গতকাল রেল-রাজ্য বৈঠকে ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতার মতোই ভিড়ির ছবি ধরা পড়ল জেলাতেও। রানাঘাট স্টেশনে যাত্রীদের ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এমনকি, আগের মতোই চলন্ত ট্রেনে উঠছেন যাত্রীরা।
কাটোয়া-আজিমগঞ্জ শাখায় এখনও চালু হয়নি লোকাল ট্রেন। তাই রেলের কর্মীদের জন্য নির্দিষ্ট স্টাফ স্পেশালেই উঠে পড়ছেন যাত্রীরা। ভিড়ের চাপে উধাও সামাজিক দূরত্ব বিধি। পাশাপাশি, আজ সকালে কাটোয়া স্টেশনে থার্মাল স্ক্রিনিংয়ের ছবি চোখে পড়েনি। তবে বেলা বাড়ার পর, তা শুরু হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানিং লোকালে ভিড়। উধাও সামাজিক দূরত্ব বিধি। ক্যানিং স্টেশনে পুলিশি প্রহরা থাকলেও, নেই থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজারের ব্যবস্থা।
অফিস টাইমের চেনা ভিড় শিয়ালদা-কৃষ্ণনগর মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায়। মছলন্দপুর স্টেশনে টিকিট কাউন্টারে যাত্রীদের লম্বা লাইন।
মল্লিকপুর স্টেশনে নিয়মভঙ্গের ছবি। মাস্ক ছাড়াই দেখা যায় অনেক যাত্রীকে।