এক্সপ্লোর
জঙ্গি হামলার শঙ্কা, রেল স্টেশনের নিরাপত্তা বাড়ছে

কলকাতা: সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় এবার রেল স্টেশনগুলির নিরাপত্তা বাড়ানো হচ্ছে। হাওড়া,শিয়ালদা,বিধাননগর-সহ রাজ্যের ২১টি স্পর্শকাতর স্টেশনে নিরাপত্তা বাড়ছে। হাওড়া-শিয়ালদার মতো বড় স্টেশনে সিসিটিভির সংখ্যা বাড়ানো হবে। আর যেখানে এখনও সিসিটিভি নেই সেখানে অবিলম্বে বসানো হবে। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে দেশ জুড়ে বিভিন্ন হামলার পর স্টেশনগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। তাতে দেখা গেছে মোট ২৪৭টি স্টেশন স্পর্শকাতর। তার মধ্যে ২১টিই এ রাজ্যের। সেই সব স্টেশনেই নিরাপত্তা বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















