গুলি করে পালানোর সময় দুষ্কৃতীর পকেট থেকে পড়ে গেল পিস্তল, প্রকাশ্যে শিবপুর শ্যুটআউটের সিসিটিভি ফুটেজ
পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের

হাওড়া: শিবপুরে যুবক খুনের ঘটনায় এবিপি আনন্দর হাতে সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায়, বাইকে সওয়ারি এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এরপর মাথা লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। দুষ্কৃতীর পকেট থেকে পড়ে গেল পিস্তল।
সোমবার সন্ধেয় জনবহুল রাস্তায় শ্যুটআউটের ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটে পালাতে শুরু করে লোকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিল আহমেদ নামে ওই যুবকের। গুলিবিদ্ধ শেখ আবদুল্লা নামে আরও এক তরুণ।
আহতের দাবি, সোমবার সন্ধেয় সাহিলের সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন তিনি। রামকৃষ্ণপুরে তিন মাথায় মোড়ে কয়েকজন দুষ্কৃতী রাস্তা আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারা সাহিলের মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুরনো শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।






















