Maheshtala: মহেশতলায় বহুতল আবাসন তিনদিন ধরে জলমগ্ন, রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের দিকে আঙুল আবাসিকদের
প্রত্যেকবারই আবাসন কর্তৃপক্ষ আশার কথা শোনালেও কোনওভাবেই এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না এখানকার আবাসিকরা। ফলে আসছে না ঘরের কাজের লোক। পাওয়া যাচ্ছে না কোনও প্রকার হোম ডেলিভারি।
জয়ন্ত রায়, বজবজ: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভার অন্তর্গত সারেঙ্গাবাদ এলাকার এক বহুতল আবাসনে তিনদিন ধরে জলমগ্ন, অন্তত এমনটাই দাবি এখানকার আবাসিকদের। তারা বলছেন ২০১৩ সাল থেকে এখনও পর্যন্ত এই জল যন্ত্রণায় তাঁরা ভুগছেন। প্রত্যেকবারই আবাসন কর্তৃপক্ষ আশার কথা শোনালেও কোনওভাবেই এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না এখানকার আবাসিকরা। ফলে আসছে না ঘরের কাজের লোক। পাওয়া যাচ্ছে না কোনও প্রকার হোম ডেলিভারি। এমনকী রান্নার গ্যাস সরবরাহকারী ব্যক্তিরাও এই জল ডিঙিয়ে গ্যাস দিতে আসছেন না। তাই আজ বাধ্য হয়েই আবাসনের মেইনটেনেন্স অফিসের সামনে আবাসিকরা বিক্ষোভ দেখান। আবাসিকরা বলছেন রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষকে কখনওই পাওয়া যায়না। দেখা মেলে শুধু ওনার ফাঁকা চেয়ারের। প্রত্যেকবার ফোনের মাধ্যমে আবাসিকদের আশ্বাস দিলেও কোনো প্রকার সুরাহা এখনো পর্যন্ত হয়নি বলেই জানাচ্ছে আবাসিকরা।