এক্সপ্লোর
Advertisement
শিশুকে মারের পর এবার মুচলেকা আদায়!
ভোটের আগে রাতে বাড়িতে হামলা চালিয়ে একরত্তি শিশুকেও লাঠিপেটা করা হয়েছিল। কিন্তু ভয়কে জয় করে ভোট দিয়েছিলেন। কিন্তু, আশঙ্কাটা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল। এবার ভোটের পর মুচলেকা দিতে বাধ্য করার অভিযোগ।এক্ষেত্রেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল বীজপুর কেন্দ্রের ভোটার আক্রান্ত সাড়ে তিন বছরের শিশুর মা হালিশহরের দেবশ্রী ঘোষের।
‘যারা ভোট কাড়বে, তাদের ভোট নয়’-- বুধবার এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে যখন এই আবেদন জানাচ্ছেন দেবশ্রী, তখনই তাঁর স্বামীকে মুচলেকা লেখাতে বাধ্য করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার উপ-প্রধানের বিরুদ্ধে।
দেবশ্রীর স্বামী শ্যামল ঘোষ, হালিশহর পুরসভার অস্থায়ী কর্মী। তাঁর অভিযোগ, বুধবার বিকেলে উপ-পুরপ্রধান তাঁকে দিয়ে একটি মুচলেকা লিখিয়ে নেন। যেখানে লেখা ছিল, রাজনীতি নয়, ভোটের আগের রাতে তাঁর সাড়ে তিন বছরের মেয়ে, পরিবারের সঙ্গে যা ঘটেছে, তা পারিবারিক বিবাদের জের।
জোর করে যখন মুচলেকা লেখানোর এই অভিযোগ উঠছে, তখন এবিপি আনন্দ-র অনুষ্ঠানে সে দিন রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছিলেন দেবশ্রী।
দেবশ্রীর স্বামীর দাবি, এর কিছুক্ষণ পরেই তাঁকে ফের ফোন করেন তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভার উপ-প্রধান। বলেন, মুচলেকাটি ছিঁড়ে ফেলতে!
যদিও সব অভিযোগ অস্বীকার করে হালিশহরের উপ পুরপ্রধানের দাবি, সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। কোনও মুচলেকা লেখানো হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement