এক্সপ্লোর
Advertisement
সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে লাঠি দিয়ে ‘মার’ মেয়ে-জামাইয়ের,অচৈতন্য অবস্থায় উদ্ধার করল পুলিশ
বীরভূম: সম্পত্তি তাঁদের নামে লিখে দেওয়ার দাবিতে বৃদ্ধা মা-কে মারধরের অভিযোগ মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে। পুলিশ এসে বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। অভিযুক্ত মেয়ে ও জামাই আটক।
কিছু সম্পত্তি বেচে মেয়ের বিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন, বাকিটুকু দিয়ে জীবন কেটে যাবে। কিন্তু, সেই সম্পত্তি হাতানোর জন্যও বৃদ্ধা মায়ের ওপর অকথ্য নির্যাতন চালানোর অভিযোগ উঠল মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে।
বীরভূমের নানুরের বাসিন্দা চানুবালা লেট কিছুদিন আগেই মেয়ের বিয়ে দেন।
তবে বিয়ের পর থেকে মেয়ে ও জামাই তাঁর বাড়িতেই থাকতে শুরু করেন।
অভিযোগ, সম্পত্তি তাঁদের নামে লিখে দেওয়ার জন্য প্রায়শই বৃদ্ধা মা-কে চাপ দিতেন মেয়ে ও জামাই।
কিন্তু, জীবনের শেষ সম্বলটুকু হাতছাড়া করতে চাননি চানুবালা। অভিযোগ, সেজন্যই বুধবার রাতে মা-কে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে মেয়ে ও জামাই।
চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে।
পুলিশ এসে বৃদ্ধাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। মেয়ে ও জামাইকে আটক করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement