এক্সপ্লোর
আজ জগদ্ধাত্রী পুজোর নবমী, এদিনই তিন প্রহরের পুজো, রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিনই তিন প্রহরের পুজো হবে। হোম হবে। কোথাও কোথাও কুমারী পুজোর আয়োজন করা হয়েছে।

কলকাতা: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। এদিনই তিন প্রহরের পুজো হবে। হোম হবে। কোথাও কোথাও কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এবার করোনা সতর্কতা মেনে বেলুড়মঠের সারদাপীঠেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। গতকাল হয় দেবীর অধিবাস। আজ ভোর সাড়ে ৫টায় দেবীর প্রাণপ্রতিষ্ঠার পর শুরু হয় পুজো। এবারের পুজোয় বেলুড়মঠে দর্শকের প্রবেশাধিকার নেই। শুধু সারদা পীঠ ও বেলুড়মঠের সন্ন্যাসীরাই থাকছেন পুজোতে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















