এক্সপ্লোর
Advertisement
Visva-Bharati University News: বেশিরভাগ আশ্রমিক ও রাবীন্দ্রিক স্বার্থান্বেষী, দাবি বিশ্বভারতীর উপাচার্যের
Visva-Bharati University: বিশ্বভারতীর উপাচার্যের বক্তব্যে ফের বিতর্ক।
গোপাল চট্টোপাধ্যায়, বোলপুর: বিশ্বভারতীর প্রকৃত হিতার্থী কে, বিশ্বভারতীর উপাচার্য নাকি আশ্রমের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক যাঁদের আছে, এখানে বসবাসকারী আশ্রমিকরা। এই দু’পক্ষের সম্পর্কের টানাপোড়েন সম্প্রতি শান্তিনিকেতনের পরিবেশকে বারবার অশান্ত করে তুলেছে। গত দু’দিন দু’টি অনুষ্ঠানে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্য ঘিরে নতুন করে সেই সম্পর্কে ফাটল আরও চওড়া হয়ে গিয়েছে। বিশ্বভারতীর উপাচার্যের অভিযোগ, ‘আশ্রমিক ও রাবীন্দ্রিক স্বার্থান্বেষী।’
এরই মধ্যে ন্যাকের প্রতিনিধিরা আসার আগে বিশ্বভারতীতে গঠন করা হয়েছে ‘উইমেন অ্যাসোসিয়েশন অফ বিশ্বভারতী।’ বিশ্বভারতীর অধ্যাপিকা, মহিলা কর্মীরা এর সদস্য হতে পারবেন। ঐতিহ্যবাহী আলাপিনী মহিলা সমিতি বন্ধ করে দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই নতুন মহিলা সমিতি গঠন এবং উপাচার্যের বক্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।
গত কয়েক মাসে বারবার বিতর্কে উঠে এসেছে বিশ্বভারতী। উপাচার্যকে ঘিরেও কম বিতর্ক হয়নি। এদিন রতনপল্লীর রামকিঙ্কর মঞ্চে বিশ্বভারতীর একটি অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
প্রসঙ্গত, সদ্য বিশ্বভারতীতে আসতে চলেছে ন্যাকের প্রতিনিধি দল। গতবার ন্যাকের রিপোর্ট অনুযায়ী বিশ্বভারতী 'বি' গ্রেড পেয়েছিল। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল শিক্ষা মহলে। এবার ন্যাকের প্রতিনিধি দল আসার আগে তড়িঘড়ি বিশ্বভারতীতে ‘উইমেন অ্যাসোসিয়েশন অফ বিশ্বভারতী’ গঠন করা হল। জানা গিয়েছে, এখানে বিশ্বভারতী অধ্যাপিকা থেকে শুরু করে মহিলা কর্মীরা সদস্য হিসাবে থাকতে পারবেন।
উল্লেখ্য, ১৯১৬ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় গঠিত ‘আলাপিনী মহিলা সমিতি’ -র ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যা নিয়ে নিন্দায় সরব আশ্রমিক থেকে শুরু করে রবীন্দ্র অনুরাগী মানুষজন। এই বিতর্কের মাঝেই নতুন মহিলা সমিতি গঠন করলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, ‘বিশ্বভারতীর বেশিরভাগ আশ্রমিক ও রাবীন্দ্রিক স্বার্থান্বেষী। স্বার্থের জন্য তারা যেকোনও কিছু করতে রাজি। আর তাদের কাছে রবীন্দ্রনাথ একটা সোপান। এটা খুব দুঃখের কথা। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি এই কথাগুলো সব জায়গায় বলি। এর জন্য অনেকের কাছেই আমি খারাপ।’
বিশ্বভারতীর উপাচার্যের এহেন বক্তব্য ঘিরে আবারও বিতর্ক হয়েছে। প্রবীণ আশ্রমিক দীপেশ রায় চৌধুরী বলেন, ‘আসল স্বার্থপর কে, সেটা তো স্পষ্ট। উনি আসার পরে ভাঙচুর হয়েছে বিশ্বভারতীতে। নানা অশান্তি লেগেই আছে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement