এক্সপ্লোর
Advertisement
টাকা তো আমরা দিয়ে দিয়েছি, কীভাবে ফেরত নেব? হাইকোর্টের রায় প্রসঙ্গে মমতা
কলকাতা: ‘আমরা আদালতকে মানি। কিন্তু টাকা তো আমরা দিয়ে দিয়েছি, কীভাবে ফেরত নেব?’ দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে ২৮ কোটির সরকারি চাঁদায় কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ প্রসঙ্গে এই মন্তব্যই করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘ইমাম ভাতা দেওয়ার সময়ও বিরোধীরা প্রশ্ন তুলেছিল। কিন্তু কী করব, আমরা আদালতকে মানি।’
মমতা আরও বলেছেন, ‘দিল্লির চক্রান্তে অশান্তির আগুন লাগাতে পারে। পুজোর সময় অশান্তির চেষ্টা করতে পারে। তার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। দার্জিলিংকে অশান্ত করেছিল দিল্লি। দিল্লির কোনও অধিকার নেই বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার। দার্জিলিংয়ে ফের গোলমাল করতে গেলে কড়া পদক্ষেপ।’
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেছেন, ‘তেলের দামে ট্যাক্স বাড়িয়েছে কেন্দ্রই। আমরা তেলের দাম বাড়াইনি। দেশের পরিস্থিতি ভয়াবহ। অর্থনৈতিক স্থিতিশীলতা না এলে রাজনৈতিক স্থিতিশীলতা আসে না। কেন্দ্র সরকারের পরিবর্তন হওয়া দরকার।’
দলীয় সংগঠনেও আজ রদবদলের কথা ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী। তিনি জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির পদ থেকে অপসারিত শোভন চট্টোপাধ্যায়। তাঁর জায়গায় এলেন জায়গায় এলেন শুভাশিস চক্রবর্তী। নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বাড়তি দায়িত্ব শুভেন্দু অধিকারীকে। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির সঙ্গে বাড়তি দায়িত্ব শুভেন্দুকে। ব্রিগেডের জনসভায় বিজেপি-বিরোধী দলগুলোকে আহ্বান জানানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement