Weather Update: চড়ছে পারদ, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে বৃষ্টির সম্ভাবনা
West Bengal Weather Update: বাংলায় ভোটের উত্তাপ বাড়ছে। সেইসঙ্গে চড়ছে তাপমাত্রার পারদও।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যে রাজনীতির উত্তাপ চরমে। আগামী পয়লা এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট। সেই ভোটে প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। লড়াইয়ে আছেন সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। সবমিলিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। দফায় দফায় বিজেপির ভোটের প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবমিলিয়ে রাজ্য রাজনীতি টগবগ করে ফুটছে।
এরই মধ্যে দক্ষিণবঙ্গের প্রকৃতিও ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া চলবে।
আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ আজ ও ৩১ আগামীকাল পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এই জেলাগুলি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম। এই জেলাগুলির কিছু কিছু জায়গায় প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার দাপট থাকবে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটা উপরে। কলকাতার ক্ষেত্রে ৩৮ ডিগ্রি পেরোতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আজই কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।
তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই উল্টো। সেখানে আজকের পর আগামী দু’দিন অর্থাৎ আগামীকাল এবং ১ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপর দিয়ে নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তার জেরেই উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলোয় বৃষ্টির সম্ভাবনা। এই পাঁচটি জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দু'এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট থাকবে এমনটাই পূর্বাভাস।