এক্সপ্লোর
সকাল থেকে মেঘমুক্ত আকাশ, রাজ্যে শীতের আমেজ, আগামীদিনে আরও নামবে তাপমাত্রা
সকাল থেকে মেঘমুক্ত আকাশ। আজ থেকে ফের রাজ্যে শীতের আমেজ। পূর্বাভাস মতোই সামান্য নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

কলকাতা: সকাল থেকে মেঘমুক্ত আকাশ। আজ থেকে ফের রাজ্যে শীতের আমেজ। পূর্বাভাস মতোই সামান্য নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে আগামী তিন দিন নামতে পারে তাপমাত্রা। আগামী ৩-৪দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে। জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫ ডিগ্রি। কমবে পূবালি হাওয়ার প্রভাব। উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামার সম্ভাবনা। সব মিলিয়ে আগামী কয়েকদিন চুটিয়ে শীতের আমেজ উপভোগ করার অপেক্ষা। গতকাল ভোররাতে বৃষ্টি হয়েছিল। কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হয়। কলকাতার কোনও কোনও অংশে সামান্য জলও জমে গিয়েছিল। তারপর দিনভর মেঘ ও রোদের লুকোচুরি চলে। আজ সকাল থেকেই মেঘ কেটে ঝলমলে আকাশ। শীতের আমেজ রাজ্যজুড়েই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















