এক্সপ্লোর
Advertisement
কাল থেকে ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচি, কটাক্ষ বিজেপির, কী সুবিধা মিলবে, দেখে নিন এক নজরে
নজরে একুশের ভোট। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে কাল থেকে ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্যে হবে ২০ হাজার ক্যাম্প। সরকারের দাবি চটজলদি মিলবে সমাধান। রাজ্য না দলের প্রকল্প? আক্রমণ দিলীপের।
কলকাতা: নজরে একুশের ভোট। মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে কাল থেকে ‘দুয়ারে দুয়ারে সরকার’ কর্মসূচি। রাজ্যে হবে ২০ হাজার ক্যাম্প। সরকারের দাবি চটজলদি মিলবে সমাধান। রাজ্য না দলের প্রকল্প? আক্রমণ দিলীপের।
এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাল থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’। কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ৪ রাউন্ডে ২০ হাজার শিবির খোলা হবে রাজ্য জুড়ে। শিবির চলবে দু’মাস ধরে।
তথ্যসংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, কাল থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচী।রাজ্যের প্রকল্পের সুবিধে পৌঁছে দিতেই এই কর্মসূচী।
লোকসভা ভোটে খারাপ ফলের পর ‘দিদিকে বলো’, ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি নিয়েছিল তৃণমূল। জনসংযোগের লক্ষ্যে এবার দুয়ারে দুয়ারে সরকার।
সরকারি পরিষেবা সাধারণের নাগালে পৌঁছে দিতে মঙ্গলবার থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৩৪৪টি ব্লকে হবে শিবির।যেখানে স্বাস্থ্য সাথী,জাতিগত শংসাপত্র,জয় জোহর এবং তফশিলি বন্ধু প্রকল্প,খাদ্যসাথী,শিক্ষাশ্রীর মতো প্রকল্পের পরিষেবা মিলবে।
রাজ্য প্রশাসনের দাবি, ১০০ দিনের কাজ কিংবা জব কার্ড সংক্রান্ত সমস্যারও চটজলদি সমাধান হবে।
মুখ্যসচিব জানিয়েছেন, সরকারের লক্ষ্য পরিষেবা আরও বেশি করে মানুষের পৌঁছে দেওয়া। কাগজপত্রের জন্য যাঁদের নানারকম কাজ আটকে গেছে তাঁদের সুবিধা হবে। বিডিও এবং এসডিও স্তরের অফিসাররা পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ড অফিসে ক্যাম্প করবেন।
তৃণমূলের দাবি, এ ধরনের প্রকল্প দেশে নজিরবিহীন।
সরকারি টাকায় পার্টির প্রচার হচ্ছে। পাল্টা কটাক্ষ বিজেপির। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, সরকার, পার্টি বলে আলাদা কিছু নেই। সরকারের টাকা পার্টির টাকা হয়ে গেছে ।
পয়লা ডিসেম্বর থেকে টানা দু’ মাস ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্প চলবে রাজ্যজুড়ে। পাল্টা ৩০ ডিসেম্বর থেকে বিজেপি শুরু করতে চলেছে ‘বাড়ি বাড়ি চলো’ কর্মসূচি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement