WB Corona Cases: রাজ্যে ১ দিনে করোনা আক্রান্ত ১,৪২২; সংক্রমণে মৃত্যু ২৩ জনের
এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫, ০২,৭০৬ জন।
কলকাতা: গত কয়েকদিন ধরে দেড় হাজারের আশেপাশেই ঘুরছে করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১,৪২২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্য়াটি ছিল ১,৫০১ জন। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৫, ০২,৭০৬ জন। ২ জুলাই-এর হিসেব অনুযায়ী রাজ্য়ে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯,৭২৯ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৭৫৮ জন। তবে পাশাপাশি আশা জাগাচ্ছে সুস্থতার হারও। এ দিনের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে সেরে উঠেছেন ১,৮৪০ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সংক্রমণমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪,৬৫,২১৯ জন। সুস্থতার হার ৯৭.৫১ জন।
উল্লেখ্য়, অ্যান্টিবডি ককটেলের পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত নিল স্বাস্থ্যদফতর। জানা গিয়েছে, চারটি সরকারি হাসপাতালের তত্ত্বাবধানে হবে পরীক্ষামূলক প্রয়োগ। যার মধ্যে রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ, বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। করোনা হওয়ার ঝুঁকি আছে কিংবা মৃদু উপসর্গে এটির প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই ওষুধ দেওয়া হয়েছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যেই কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে এর প্রয়োগ হচ্ছে। সরকার পরীক্ষামূলক প্রয়োগের ফল নথিভুক্ত করতে চাইছে। পরবর্তীকালে করোনা চিকিৎসার প্রোটোকলে অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে বলে সূত্রের খবর। সেই কারণেই পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত স্বাস্থ্যদফতরের।
অন্যদিকে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা চার লক্ষ পেরিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭।
দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৩১২ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৫৯ হাজার ৩৮৪।