WB Corona Cases: গত ১ দিনে রাজ্যে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ৩৫ জনের
গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ৪১। হিসাব অনুযায়ী আজ যা কিছুটা কমেছে।
কলকাতা: গতকালের তুলনায় রাজ্যে খানিকটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ১,৯৩৩ জন। এ নিয়ে এখনও অবধি করোনায় আক্রান্ত হলেন ১৪,৯১,২১৯ জন। যদিও এই মুহূর্তে অ্যাকটিভ করোনা সংক্রমিতের সংখ্যা ২২,২৩১ জন।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন রাজ্যবাসী। গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ছিল ৪১। হিসাব অনুযায়ী আজ যা কিছুটা কমেছে । এ নিয়ে রাজ্য়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭,৫৫১ জন।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,৯৭৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৪,৫১,৪৩৭। বুলেটিন অনুযায়ী রাজ্য়ে সুস্থতার হার ৯৭.৩৩ শতাংশ।
জেলায় সংক্রমণের নিরিখে শুরু থেকেই শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৩৭ জন। মৃত্যু হয়েছে ৭ জনের এবং আজকের হিসেব অনুযায়ী অ্যাক্টিভ রোগীর সংখ্য়া ২,৮৪৪ জন। এর পরেই রয়েছে কলকাতা। এখানে ১ দিনে করোনা সংক্রমিত মোট ১৯০ জন। মৃত্য়ু ৬ জনের। কলকাতাতে অ্য়াক্টিভ কেস ১,৮১৭। অ্য়াক্টিভ কেসের নিরিখে পূর্ব মেদিনীপুর রয়েছে দ্বিতীয় স্থানে। সেখানে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ২,৩৫৯
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৯২৩ জন। বুধবার সংখ্যাটা ছিল ১,৯২৫ জন। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে ওই সময় পর্বে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ৪১ জন। কাল অবধি রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা, ১৭,৫১৬ জন। কাল রাজ্যে করোনামুক্ত হয়েছিলে ১৯৫২ জন। উল্লেখ্য গতকালও রাজ্যে সুস্থতার হার ছিল ৯৭.৩৩ শতাংশ।
উল্লেখ্য, এ রাজ্যেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। চিন্তা বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ-সহ ৮ রাজ্য। ডেল্টা ভ্যারিয়েন্ট মিলেছে অন্ধ্রপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্রে। পঞ্জাব, তেলঙ্গানাতেও মিলেছে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। উদ্বেগ বাড়িয়ে ডেল্টা ভ্যারিয়েন্টের ৫০%-র বেশি মিলেছে ৮ রাজ্যে। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল সেন্টার অফ ডিজিস কন্ট্রোলের ডিরেক্টর।