WB Corona Cases: রাজ্যে আড়াই হাজারের নিচে নামল করোনা সংক্রমণ, ১ দিনে মৃত্যু ৫৫ জনের
গতকালের তুলনায় মৃতের সংখ্যাও কমেছে রাজ্যে।
কলকাতা: রাজ্যে নামছে করোনা সংক্রমণের গ্রাফ। ৭৩ দিন পর রাজ্যে আড়াই হাজারেরও নিচে নেমে গেল দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২,৪৮৬ জন।
এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ১৪,৭৭,০৩৭ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৭৮৮ জন, এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৫৮ জনের। তবে আজকের হিসেব অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫ জন। অর্থাৎ গতকালের তুলনায় মৃতের সংখ্যাও কমেছে রাজ্যে।
পাশাপাশি হিসেব বলছেন এ পর্যন্ত ১৭, ২৯৫ জন ব্যক্তি করোনায় প্রাণ হারিয়েছেন রাজ্যে। যদিও সুস্থতার হারও বেড়েছে বর্তমানে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,১০৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪,৩৯,২১৫ জন। বুলেটিনের প্রকাশিত সুস্থতার হার ৯৭.২৮।
তবে এখনও সংক্রমণের শীর্ষে উত্তর ২৪ পরগনা। এখানে করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৪ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। এরপরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর, সেখানে ১ দিনে সংক্রমিত ২৪৯। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং যেখানে ১ দিনে করোনা আক্রান্ত ২৩৬ এবং চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। ওই সময়পর্বে সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৯ জন।
যদিও সংক্রমণ কমলেও গতকালই বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। কাল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছিলেন ২ হাজার ১১২ জন। গতকাল উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছিলেন ৩৮৮ জন। মৃত্যু হয়েছিল ১৫ জনের।
প্রথমে ব্ল্যাক ফাঙ্গাস, আর এরপর করোনা আবহের মধ্যে এবার সোয়াইন ফ্লু নিয়ে বাড়ছে উদ্বেগ। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে। আরও দুই সন্দেহভাজনের চিকিৎসা চলছে সিএমআরআইতে।
এই অবস্থায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর হার নিম্নমুখী। কিন্তু এখন থেকেই দেশে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার কথা শোনাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
গোদের ওপর বিষফোঁড়ার মতো, এবার কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লুয়ের সংক্রমণ। এই রোগে আক্রান্ত হয়ে একজন ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে।আরও দু’জন সোয়াইন ফ্লুর উপসর্গ নিয়ে CMRI হাসপাতালে চিকিৎসাধীন।