WB Corona Cases: রাজ্যে ফের কমল করোনা সংক্রমণ ও মৃত্যু, ১ দিনে আক্রান্ত ৩,৫১৯
উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৫৮৪ জন, মৃত ১৭ জন।
কলকাতা: রাজ্যে করোনায় সংক্রমণ ফের চার হাজারের নিচে। রাজ্যে ফের কমল সংক্রমণ ও মৃত্যু। সোমবার রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৫১৯ জন। এই নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪,৬১,২৫৭ জন। ১৪ জুনের হিসেবে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৮,৯২১ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৮ জনের। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬,৯৭৪ জন। পাশাপাশি হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৭১ জন। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬,৯৭৪ জন। আশা জাগাচ্ছে সুস্থতার হারও। স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৫৫ জন।
তবে রাজ্যে সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে এখনও শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৪ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। অন্যদিকে কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন, মৃত ১১ জন।
গত কয়েকদিন ধরেই সংখ্যাটা চোখে পড়ার মতো। রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন ৩,৯৮৪ জন। ওই সময়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছিলেন ২,৪৯৭ জন। তবে রবিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ীও করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষেই ছিল উত্তর ২৪ পরগণা। উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ছিলেন ৫৯৭ জন, মৃত ২০ জন। পাশাপাশি, ওই সময় পর্বে কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছিলেন ৪২৬ জন এবং মৃত ১৫ জন।
প্রসঙ্গত, রাজ্য দ্বিতীয় দফার বিধি-নিষেধ জারি রয়েছে। আর মনে করা হচ্ছে তাতেই সুফল পাওয়া গিয়েছে। ব্যাপকহারে কমেছে সংক্রমিতের সংখ্যা। তবে আগামী বুধবার থেকে একটু করে শিখিল হবে নিষেধাজ্ঞা। আর তার আগে আশা জাগাচ্ছে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন।