WB Corona Cases: মিলছে বিধিনিষেধের সুফল, রাজ্যে দৈনিক সংক্রমণ নামল ৮ হাজারের নীচে, মৃত্যু ১১৩ জনের
গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন।
কলকাতা : রাজ্যের আকাশ থেকে করোনার কালো মেঘ ক্রমশ ফিরে হচ্ছে। টানা জারি কড়া বিধিনিষেধের সৌজন্যে ক্রমশ নিম্নমুখী সংক্রমণ। শুক্রবারের রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত একদিনে রাজ্যে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ৭ হাজার ৯১৩ জন। বেশ কিছুদিন পরে দৈনিক সংক্রমণ নেমে এসেছে ৮ হাজারের নীচে। পাশাপাশি কমছে কোভিডের জেরে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১১৩ জনের।
পাশাপাশি এই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫৫৭ জন। যার সুবাদে একধাক্কায় ৮ হাজার ৭৫৭ জন কমে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩ জনে। রাজ্যের মোট ডিসচার্জ রেট নেমেছে ৯৫. ১১ শতাংশে। কিছুটা অবশ্য চিন্তার রেশ বজায় রেখেছে পজিটিভিটি রেট। যা এখনও ১১ শতাংশের বেশি।
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ২০৬টি। যার মধ্যে ৭ হাজার ৯১৩ টি স্যাম্পেল পজিটিভ। আর সেই পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এই মুহূর্তে করোনার পজিটিভিটি রেট ১১.১০ শতাংশ।
গত বেশ কয়েকদিনের মতোই রাজ্যের মধ্যে করোনা সংক্রমিত ও মৃতের সংখ্যার নিরীখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত একদিনে উত্তর ২৪ পরগণা জেলায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৮৬ জন। আর মৃত্যু হয়েছে ২৫ জনের। এদিকে, কলকাতার দৈনিক সংক্রমণে রয়েছে হাজারের নীচেই। গত একদিনে কলকাতায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮৯৯ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের।
এদিকে, রাজ্যে জোরকদমে চলছে টিকাকরণের কাজ। আগামী সোমবার থেকে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের পাশাপাশি রাজ্যবাসী পাবেন স্পুটনিক ভি-এর টিকাও। করোনার বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার ক্ষেত্রে দ্রুত টিকাকরণ ছাড়া কোনও বিকল্প রাস্তা নেই বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসকরা। মাঝের ভ্যাকসিন ভোগান্তি কাটিয়ে এবার আস্তে আস্তে দ্রুত টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই নজর দেওয়া হচ্ছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )