WB Election 2021 LIVE Updates: বাম-কংগ্রেস সমঝোতা চূড়ান্ত, কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আইএসএফ সহ একাধিক দল জোটে আস্থা প্রকাশ করছে, জানালেন অধীর।
LIVE
Background
কলকাতা: আজ সরস্বতী পুজো। আজ বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা৷ কচি-কাঁচা থেকে শুরু করে তরুণ-তরুণীরা আজ পুজোর আনন্দে মেতে উঠবেন।
মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে নিয়েই হবে পুষ্পাঞ্জলি, ভোগ বিতরণ আর খুদেদের হাতেখড়ি৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্সবের আমেজ৷
পিছিয়ে নেই রাজ্যের নেতা-মন্ত্রীরাও। সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সরস্বতী পুজোকে হাতিয়ার করে জনসংযোগ বাড়িয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না কেউ-ই।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ একাধিক সরস্বতী পুজোয় অংশ নেবেন বলে জানা গিয়েছে। একইভাবে শাসক-বিরোধীর একাধিক নেতাই এদিন বাগদেবীর বন্দনা করবেন।
দাঁতনে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তৃণমূলকর্মীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হামলা বলে অভিযোগ করেছে বিজেপি।
ইংরেজবাজারে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বাড়িতে হামলা
ইংরেজবাজারে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বাড়িতে হামলা। দেদার ইটবৃষ্টি। বাড়ির নিচে পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর। হামলা চালিয়েছে তৃণমূলের লোকেরাই। নেপথ্যে জেলা তৃণমূল চেয়ারম্যান ও জেলার যুব নেতা। বিস্ফোরক অভিযোগ ইংরেজবাজারের বিধায়কের। অভিযোগ অস্বীকার করেছেন দু’জনেই।
মৌলালিতে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় মামলা
পুলিশের লাঠিচার্জে আহত বামকর্মী মইদুলের মৃত্যুর প্রতিবাদ চলাকালীন মৌলালিতে পুলিশকর্মীকে মারধরের ঘটনায় এবার মামলা রুজু হল। এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ প্রায় ২৫০ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে।
বাংলায় দুর্গাপুজো করতে চাইলে হাইকোর্টে যেতে হয়, অভিযোগ শুভেন্দুর
বাংলায় দুর্গাপুজো করতে চাইলে হাইকোর্টে যেতে হয়, অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাস্তায় ভগবানকে নামিয়ে রাজনীতির সঙ্গে মেলাই না, পাল্টা অরূপ বিশ্বাস।
কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর
বাম-কংগ্রেসের সমঝোতা চূড়ান্ত। ভোট হবে ত্রিমুখী। জোটে আব্বাস সিদ্দিকির দলের থাকার ইঙ্গিত। কাকে কত আসন, পরে ঘোষণা, জানালেন অধীর।