WB Election 2021 LIVE Updates: রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু-রাজীব
West Bengal Assembly Election 2021 LIVE Updates: উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী, দক্ষিণবঙ্গে বস্ত্রমন্ত্রী
LIVE
Background
আজ রাজ্য সফরে দুই কেন্দ্রীয় মন্ত্রী। একদিকে দক্ষিণ দিনাজপুরে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে দক্ষিণ ২৪ পরগনায় পরিবর্তন যাত্রায় অংশ নেবেন স্মৃতি ইরানি।
গতকাল রাজ্যে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় দফতর থেকে প্রচার পুস্তিকা উদ্বোধন করার পাশাপাশি উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মসূচি ছিল তাঁর।
WB Election 2021 LIVE:রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু-রাজীব
রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু-রাজীব।রাজ্য বিজেপিতে পদ পেলেন বাণী সিংহ রায়, প্রবীর ঘোষাল, সুনীল মণ্ডল। কিছুদিন আগেই এই নেতারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এবার তাঁদের দলে পদ দেওয়া হল।
WB Election 2021 LIVE:'খেলার জন্য মাঠ তৈরি, খেলোয়াড়রাও রেডি’
ভোটের দিন ঘোষণার ঠিক আগে ফের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের হুঙ্কার। বললেন, ‘খেলা হবে, সকালে-বিকেলে-রাতে খেলা হবে। খেলার জন্য মাঠ তৈরি, খেলোয়াড়রাও রেডি’।
‘খেলা হবে‘ স্লোগান তুলে ফের হুঙ্কার অনুব্রত মণ্ডলের
WB Election 2021 LIVE: আট দফায় ভোটের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি
বিজেপি নেতা শমীক ভট্টাচার্য রাজ্যে আট দফায় ভোট গ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘২০১১ সালের পর গণতন্ত্রের পরিবেশ ফেরেনি।
বাংলায় দমবন্ধ পরিস্থিতি। এই পরিবেশ কারা তৈরি করেছে ?
মমতা মোদি-অমিত শাহের সমালোচনা করছেন। রাজ্যে যেভাবে তৃণমূল ভোট পরিচালনা করে...সেভাবেই নির্বাচন কমিশনকে পরিচালনা করতে চাইছেন মমতা।
বিভাজনের রাজনীতি তৃণমূলের। ডায়মন্ডহারবারে সভা করতে দেওয়া হয়নি বিজেপিকে। দক্ষিণ ২৪ পরগনায় মুক্তাঞ্চল। সেইজন্যই দক্ষিণ ২৪ পরগনার ভোট ভাগে ভাগে করার সিদ্ধান্ত।দক্ষিণ ২৪ পরগনায় চার বারে ভোট করলে ভাল হত’
WB Election 2021 LIVE: প্রচারের সময় কম পাওয়া যাবে:সেলিম
প্রচারের সময় কম পাওয়া যাবে, বললেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
WB Election 2021 LIVE: কীসের ভিত্তিতে এতগুলি দফায় ভোট, পরিষ্কার নয়, বললেন সৌগত
রাজ্যে আট দফায় ভোটের ঘোষণা নির্বাচন কমিশনের। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা সাংসদ সৌগত রায় বলেছেন, কিসের ভিত্তিতে কমিশন এত দফায় ভোট করছে, তা পরিষ্কার নয়। এটা পশ্চিমবঙ্গকে অযৌক্তিক ও অবান্তরভাবে সন্দেহ করার সামিল। এত দফায় ভোট করলে বেশ কিছু সমস্যায় পড়তে হবে রাজ্যবাসীকে। স্কুল-কলেজ বন্ধ থাকবে। পরিবহণের ক্ষেত্রেও প্রভাব পড়বে। উন্নয়নমূলক কর্মসূচী তো থমকে যাবেই।