West Bengal News Live: বিধানসভায় এসে মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের
Get the latest West Bengal News and Live Updates:ভবানীপুরে মমতা একাই পেলেন ৭২ শতাংশ ভোট। মুখ থুবড়ে পড়ল বিজেপি। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেলেন মাত্র ২২ শতাংশ ভোট।
LIVE
Background
কলকাতা: ১০ বছর আগের নিজের রেকর্ড নিজেই ভাঙলেন মমতা। ভবানীপুরে ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী। ২০২১ সালে জয়ী শোভনদেবের প্রাপ্ত ভোটের থেকে দ্বিগুণ ভোট পেলেন মমতা।
ভবানীপুরে মমতা একাই পেলেন ৭২ শতাংশ ভোট। মুখ থুবড়ে পড়ল বিজেপি। প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেলেন মাত্র ২২ শতাংশ ভোট। সিপিএম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। কোনও ওয়ার্ডে হারিনি, প্রতিক্রিয়া মমতার।
ভবানীপুরে মমতার জয়ের পরেই নন্দীগ্রামে উৎসব। ঘরের মেয়ে বদলা নিল। নন্দীগ্রামে শুভেন্দু মীরজাফরের কাজ করেছিল। আক্রমণ ফিরহাদের। প্রথমবার ফেল করে দ্বিতীয়বার পাস। কটাক্ষ বিজেপির।
ভবানীপুরে ছাপ্পা ভোট। দাবি প্রিয়ঙ্কার। সবাই ভোট দিতে পারেনি। দাবি সুকান্তর। বামেদের ভোট কমেনি। দাবি শ্রীজীবের। দ্বিগুণ ভোটে জিতবে আগেই বলেছিলাম। প্রতিক্রিয়া শোভনদেবের।
জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও জয়ী তৃণমূল। জঙ্গিপুরে ৯২ হাজারেরও বেশি ভোটে জিতে রেকর্ড জাকির হোসেনের। সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোটে জয়ী আমিরুল। জয়ের পর তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল ২১৩।
তিন কেন্দ্রে জয়ের পর বিধানসভায় তৃণমূলের আসন সংখ্যা দাঁড়াল ২১৩। ৩০ অক্টোবরের নির্বাচনে ৪ প্রার্থীর নাম ঘোষণা মমতার। খড়দায় শোভনদেব, দিনহাটায় উদয়ন, শান্তিপুরে ব্রজকিশোর, গোসাবায় সুব্রত।
করোনা পরিস্থিতিতে বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। মুখ্যসচিবকে চিঠি।
ভোট পরবর্তী হিংসা ঠেকাতে পদক্ষেপ নিতে রাজ্যকে নির্দেশ কমিশনের। হিংসা রুখতে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। বাংলাকে বদনামের চেষ্টা, পাল্টা ফিরহাদ।
উত্তর কলকাতায় পুরসভার কল থেকে বেরোচ্ছে ঘোলা জল। পানীয় জল না খেতে উল্টোডাঙায় প্রচার। ডিভিসি জল ছাড়ায় বন্ধ গঙ্গার পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট। ৩ দিন কম পানীয় জল সরবরাহ। জানালেন ফিরহাদ।
West Bengal News Live: "মিথ্যা কথা কম বলুন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান" ; মমতাকে আক্রমণ শুভেন্দুর
‘মিথ্যা কথা কম বলুন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান। বেকার সমস্যার সমাধান করুন। বিরোধীদের সাহায্য চাইলে সহযোগিতা করব’, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর।
West Bengal News Live: রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র ডোমকল
রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগে রণক্ষেত্র ডোমকল। বিডিও অফিসে শুনানির আগে সংঘর্ষ। নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ।
West Bengal News Live: করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে ? পরিদর্শনে কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিম
করোনা ও অন্যান্য বিধি মেনে পুজো হচ্ছে কি না, তা দেখতে পরিদর্শন শুরু করল কলকাতা পুলিশ, দমকল ও সিইএসসি-র টিম। বোসপুকুর শীতলামন্দির, তালবাগান, একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপ একের পর এক পরিদর্শন করা হবে।
West Bengal News Live: বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের।
বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। ৭ অক্টোবর বেলা ১২টার আগে বিধায়ক-হিসেবে মমতার শপথ। বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল’, রাজভবনে চিঠি লিখে অনুরোধ রাজ্য সরকারের।
West Bengal News Live: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই
রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তের রিপোর্ট আজ কলকাতা হাইকোর্টে জমা দিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দু’টি সিল করা খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। একই মামলায় রাজ্য সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দলও রিপোর্ট জমা দিয়েছে বলে সূত্রের খবর।