West Bengal News Live: এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা
Get the latest West Bengal News and Live Updates: কয়লাকাণ্ডে পাতিয়ালা হাউস কোর্টের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন রুজিরা
LIVE
Background
কলকাতা: আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসান৷ শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷
বালুরঘাটে পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। দলের সব স্তরের নেতাদের নিয়ে হয় শাসক দলের বৈঠক। পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে বিজেপিও।
অগ্নিকাণ্ডের পর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলুটোলার গুদাম। তিনতলা বাড়ির একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। আগুনে শেষ গুদাম। ক্ষতিগ্রস্ত। বেশ কয়েকটি পরিবারের জীবন-জীবিকা এখন অনিশ্চিয়তার মুখে।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যার ত্রাণ নিয়ে জোর তরজা। বিজেপির অভিযোগ, তাঁদের দলীয় বিধায়ককে ত্রাণ বণ্টনে সরকারি ভাবে কোনও সাহায্য করা হচ্ছে না। তৃণমূলের কটাক্ষ, ঘাটালের বিজেপি বিধায়ক অরণ্যদেব, তাঁকে দেখাই যায় না।
তৃণমূল ও সিপিএম প্রার্থী ঘোষণা করলেও, শান্তিপুরে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে, প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল ও সিপিএম। বিজেপি এই বিধানসভার নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে।
বাঁকুড়ার বড়জোড়ায় সুতো কলে কর্মী নিয়োগ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বড়জোড়ার তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠরা চাকরি পাচ্ছেন, এই অভিযোগে বিক্ষোভ দেখালেন দলেরই অন্য গোষ্ঠী। বিধায়ক যদিও স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছেন। এ নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
অবশেষে রাজ্যের প্রস্তাবে সায়। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন কক্ষে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। নিজেই ট্যুইট করে একথা জানালেন জগদীপ ধনকড়।
বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী খুনের অভিযোগে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল CBI। ধৃতের ৩দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বোলপুর মহকুমা আদালত। গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।
হোমগার্ডকে চড় মারার ঘটনায় আত্মসমর্পণ করলেন বিজেপি নেতা দেবদত্ত মাজি। গ্রেফতারি এড়াতে আগেই এই মামলায় তিনি জামিন পান। জামিনের শর্ত অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন বিজেপি নেতা।
West Bengal News Live: জলমগ্ন গ্রাম, অসহায় পরিস্থিতি, তারই মধ্যে নবজাতকদের জন্মে জীবনের জয়গান
ফুঁসে ওঠা নদী, জলমগ্ন গ্রাম। অসহায় পরিস্থিতি। তারই মধ্যে নবজাতকদের জন্মে জীবনের জয়গান। হাওড়ার উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতির মধ্যেও হাসপাতালে সুস্থভাবে সন্তানের জন্ম দিলেন সাত প্রসূতি।
WB News Live Updates: সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস
মহালয়ায় পিতৃপক্ষের অবসান৷ ঘাটে ঘাটে তর্পণ৷ প্রথা মেনে প্রতিমার চক্ষুদান। সুরুচি সঙ্ঘে ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
West Bengal News Live: ভোটের আগেই হার ‘স্বীকার’
উপনির্বাচনে গোসাবার মানুষ তাঁর দলকে ভোট দেবেন না। মনোনয়ন জমা দিতে এসে এমনই মন্তব্য করলেন খোদ গোসাবার আরএসপি প্রার্থী। তৃণমূলের দাবি, বাসন্তীতে আরও খারাপ ফল হবে বাম শরিকের। যদিও আরএসপি নেতৃত্বের দাবি, প্রার্থীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে
WB News Live Updates: এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিস্তীর্ণ এলাকা
দুয়োরে পুজো। দুঃখে পটাশপুর। এখনও জলবন্দি পূর্ব মেদিনীপুরের এই ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা, কেলেঘাই নদীর জল নামতে দশদিন পেরিয়ে যাবে। অতএব পুজো কাটবে প্লাবনের মধ্যে। দুর্বিষহ ভোগান্তির মধ্যেই চলছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: শহরে ফের অঙ্গ প্রতিস্থাপনের নজির,আমদাবাদের মহিলার হৃদযন্ত্র পাচ্ছেন কলকাতার রোগী
শহরে ফের অঙ্গ প্রতিস্থাপনের নজির। আমদাবাদের মহিলার হৃদযন্ত্র পাচ্ছেন কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি এক রোগী। হাসপাতাল সূত্রের খবর, আমদাবাদের বছর ৩৪-এর ওই মহিলার মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তারপরই তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা। মহালয়ার সন্ধ্যায় মৃতার হৃদযন্ত্র আনা হয় কলকাতায়। গ্রিন করিডর করে মাত্র ২৬ মিনিটে তা নিয়ে যাওয়া হয় আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে। সেখানে তা প্রতিস্থাপিত হচ্ছে বছর ৪০-এর রোগীর শরীরে।