West Bengal News Live: এখন বাংলার যা পরিস্থিতি, তাতে বিজেপিতে কেউ থাকবে না, দাবি মুকুলের
Get the latest West Bengal News and Live Updates:সুমিত কুমারের নাম ভাঁড়িয়ে নিউটাউনে ২ গ্যাংস্টারের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমারই! ব্যবহার অন্যের নামে নেওয়া সিম। শ্বশুরবাড়ির সূত্রে এরাজ্যে যোগাযোগ। শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ।
LIVE
Background
গ্বালিয়র থেকে কলকাতায় পালানোর সময় ১৮ মে টোলপ্লাজায় ক্যামেরাবন্দি ২ গ্যাংস্টারের গাড়ি। সঙ্গী ছিল লিঙ্কম্যান ভরত কুমার। রাস্তায় গাড়ির টায়ার পাংচার। পঞ্জাবে পাকড়াও ভরতের থেকেই নিউটাউনের আস্তানার হদিশ।
সুমিত কুমারের নাম ভাঁড়িয়ে নিউটাউনে ২ গ্যাংস্টারের জন্য ফ্ল্যাট ভাড়া নিয়েছিল ভরত কুমারই! ব্যবহার অন্যের নামে নেওয়া সিম। শ্বশুরবাড়ির সূত্রে এরাজ্যে যোগাযোগ। শ্যুটআউটকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ।
নিউটাউনে শ্যুটআউট। ঘর থেকে উদ্ধার প্লাস্টিকের প্যাকেটে করাচির ঠিকানা। রাতে ছেলের মৃতদেহ নিতে টেকনো সিটি থানায় জয়পালের বাবা ভূপিন্দর।
নিউটাউন এনকাউন্টারে আহত পুলিশ অফিসারের অবস্থা স্থিতিশীল। বুলেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হলেও ছিঁড়ে যায়নি স্নায়ু। এখনই অস্ত্রোপচার নয়, খবর হাসপাতালে সূত্রে।
গত বছরের নভেম্বরেই সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল নুসরত। গয়না আটকে রাখার অভিযোগ উড়িয়ে পাল্টা সাংসদ-অভিনেত্রীর বিপুল অঙ্কের গৃহঋণ শোধের দাবি নিখিলের। নিজেকে প্রতারিত বলে মনে হচ্ছে বলে মন্তব্য।
বিয়ে হয়েছিল তুরস্কে, ছিলাম স্বামী-স্ত্রী হিসেবেই। বারবার রেজিস্ট্রেশন এড়িয়ে গিয়েছিল নুসরতই। গত বছরের অগাস্টে ফিল্মের শ্যুটিংয়ে যাওয়ার পরেই বদলে যায় আচরণ। বিয়ে নয়, লিভ-ইনের দাবি খারিজ করে পাল্টা দাবি নিখিলের।
নিখিলের সঙ্গে বিয়ের কথা অস্বীকার নুসরতের। লোকসভায় দাড়িয়ে তাহলে কী মিথ্যে বলেছিলেন সাংসদ? প্রশ্ন বিজেপির আইটি সেলের। কাচের ঘরে বসে ঢিল না ছুড়ে আগে প্রধানমন্ত্রীর অতীতের হলফনামা দেখুন, পাল্টা তৃণমূল।
অনুপ্রবেশের অভিযোগে মালদার কালিয়াচকে সন্দেহভাজন চিনা নাগরিক গ্রেফতার। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে পাকড়াও। উদ্ধার বেশ কিছু ভারতীয় সিম।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। উপকূলবর্তী এলাকায় জারি সতর্কবার্তা।
কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়াল রাজ্য সরকার। ৬ হাজারের বদলে এবার বছরে মিলবে ১০ হাজার টাকা। ১ একরের কম জমি থাকলে ৪ হাজার টাকা ভাতা। সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।
এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত?আচার্যের অনুমোদন ছাড়াই উপাচার্যের ২ বছর মেয়াদ বৃদ্ধি। প্রস্তাব গেলেও সম্মতি মেলেনি রাজভবনের, কাজের সুবিধেয় সিদ্ধান্ত, দাবি সরকারি সূত্রের।
West Bengal News Live Updates: বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ
বিজেপি সাংসদ ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল জলপাইগুড়ির ভাণ্ডারিগঞ্জে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে সাংসদ শাসকদলের রোষের শিকার হন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটা বিজেপির নব্য বনাম পুরনোর লড়াই।
WB News Live Updates: বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে গরহাজির বেশ কয়েকজন জনপ্রতিনিধি
মুকুল রায়ের তৃণমূল প্রত্যাবর্তনের পরই কার্যত সামনে চলে এসেছে বিজেপির অন্দরের ফাটল। শুক্রবার বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে গরহাজির বেশ কয়েকজন জনপ্রতিনিধি। এদিন বনগাঁয় বিজেপি-র সাংগঠনিক জেলার বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। কিন্তু, সভায় ছিলেন না বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া।
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ফের বড় ধাক্কা বিজেপির
বিধানসভা ভোটে বিপর্যয়ের পর ফের বড় ধাক্কা বিজেপির৷ দল ছাড়লেন মুকুল রায়, ফিরলেন তৃণমূলে। আর এরই সঙ্গে গেরুয়া শিবিরের অভ্যন্তরে আরও জোরাল হচ্ছে অসন্তোষের সুর!
WB News Live Updates: গ্যাংস্টারদের নিউটাউনের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত নকল পরিচয়পত্র
গ্যাংস্টারদের নিউটাউনের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত ৮০টি নকল পরিচয়পত্র, জাল ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন। প্লাস্টিক চিপের সাহায্যে নকল পরিচয়পত্র বানানো হত ইচ্ছেমাফিক। ভুল্লারের ল্যাপটপে তৈরি হত নকল আধার কার্ড। দাবি তদন্তকারীদের। সিমকার্ডের সূত্রে ঘটনায় জুড়ে গেল পিংলার নাম।
West Bengal News Live Updates: বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি, দাবি সুখেন্দুর
‘বাংলায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে বিজেপি৷ আজকের ঘটনা সেই শেষের শুরু৷ কতজন শিবির ছাড়বে, সেই হিসেব রাখা কঠিন হয়ে যাবে৷ আসুন, আরেকবার ডাকুন, দিদি ও দিদি...৷ আরও একবার যোগ্য জবাব পাবেন,’ মুকুল রায়ের বিজেপি-ত্যাগ প্রসঙ্গে ট্যুইট সুখেন্দু শেখর রায়ের৷