West Bengal News Live: অপর্ণা সেনকে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতার আইনজীবী
Get the latest West Bengal News and Live Updates: বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের করা মন্তব্যের জন্য ৭দিনের নিশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিসে।
LIVE
Background
নিয়োগ নিয়ে হাইকোর্টে তীব্র ভর্ত্সিত এসএসসি (SSC)। ভুয়ো চাকরি প্রাপকদের বেতন বন্ধের নির্দেশ। আজ ফের শুনানি, হলফনামা তলব।
২০১৯-এর ৪ মে-র পর কোনও নিয়োগের সুপারিশ করা হয়নি। ২৫ জনের নিয়োগই ভুয়ো। কোর্টে জানাল এসএসসি। মেমো নম্বরে অসঙ্গতি নিয়ে প্রশ্ন আদালতের।
সিআইএসএফকে (CISF) বলব কমিশনের দখল নিতে, কেউ ফাইল নিয়ে বেরোতে পারবে না। নিয়োগ মামলায় সিবিআই (CBI)-আইবি (IB) তদন্তের হুঁশিয়ারি হাইকোর্টের (Highcourt)।
দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এসএসসি (SSC)। নিয়োগে কেলেঙ্কারির অভিযোগে আক্রমণে বিরোধীরা। ত্রুটি থাকলে সরকার দেখবে, মন্তব্য তৃণমূলের।
চুরি বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে বিধায়কের নালিশ। কয়েক ঘণ্টার মধ্যেই বীজপুরে আইসি বদলি। পাঠানো হল কাকদ্বীপে, ট্রাফিক ইন্সপেক্টর পদে।
হাওড়ার পুরভোটে কমিটি নিয়েও এবার অস্বস্তিতে বিজেপি। না জানিয়ে কমিটিতে, তৃণমূলেই থাকার দাবি বাণী সিংহ রায়ের। সম্মতি নেওয়ার পাল্টা দাবি নেতৃত্বের।
প্রথমে কলকাতা-হাওড়ায় পুরভোট। করোনা পরিস্থিতি দেখে বাকি পুরসভায়।জানালেন মুখ্যমন্ত্রী। পুর প্রশাসনের ভূমিকায় ক্ষোভ, সব পুরসভায় পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ।
কলকাতা পুরসভার ১৪৪টি আসনের মধ্যে ১২৭টিতে প্রার্থী দেবে বামেরা। নিচু তলার কর্মীরা চাইলে জোট, বার্তা অধীরের। বিজেপির প্রচার কমিটির দায়িত্বে দীনেশ।
অর্ডিন্যান্সের পরেই ইডি অধিকর্তার মেয়াদ ১ বছর মেয়াদ বৃদ্ধি। সিবিআই-ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির অর্ডিন্যান্সের প্রতিবাদে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের মামলা।
গোবলয়ের ধাঁচে এবার বাংলাতেও জন্মদিনের পার্টিতে গুলি! বরাকরে শূন্যে পরপর গুলি চালিয়ে গ্রেফতার ২।
চিংড়িঘাটায় পরপর দুর্ঘটনা। কলকাতা-বিধাননগর পুলিশকে মুখ্যমন্ত্রীর ভর্ত্সনার পরেই বাড়ল তৎপরতা।
চিকিৎসার গাফিলতিতে ডেঙ্গি আক্রান্ত বালিকার মৃত্যুর অভিযোগে উত্তপ্ত মানিকতলা। পরিজনদের বিক্ষোভ। মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ।
বৈধ নয় নুসরত জাহান-নিখিল জৈনের বিয়ে। জানিয়ে দিল আলিপুর আদালত। নথি যাচাই করে আবেদনে সিলমোহর।
West Bengal News Live: বাজি পোড়ানোর প্রতিবাদে আইনজীবীকে মারধরের অভিযোগ
বাজি পোড়ানোর প্রতিবাদে আইনজীবীকে মারধরের অভিযোগ। প্রতিবাদে চুঁচুড়া আদালতে কর্মবিরতিতে আইনজীবীরা। ঘটনার সূত্রপাত, একমাস আগে দশমীর রাতে। মগড়ার নয়াসরাই বিমলা ব্যানার্জী কলোনীতে শব্দবাজি পোড়ানোর প্রতিবাদ করেন এক বাসিন্দা। অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাঁকে মারধর করে। প্রতিবাদ করলে অভিযোগ মারধর করা হয় দিলীপ সাহা নামে এক আইনজীবীকে।
WB News Live Updates: রবিবার ইডেন ম্যাচের জন্য বিশেষ ট্রেন
রবিবার ইডেনে ভারত-নিউজিল্যান্ড টি-২০ ম্যাচ। দর্শক ফিরছে ক্রিকেটের নন্দনকাননে। ইডেন বেল বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ ফেরত দর্শকদের জন্য দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ উদ্যোগ। তাঁদের জন্য রাত ১০.২৫ এর বদলে ১০.৪৫ মিনিটে ছাড়বে হাওড়া-পাঁশকুড়া লোকাল। অন্যদিকে, ম্যাচ-ফেরত দর্শকদের জন্য রাত সাড়ে ১০ টায় এসপ্ল্যানেড থেকে আপ ও ডাউনে দু’টি বিশেষ ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ।
West Bengal News Live: একবালপুরেরর নার্সিংহোমে ভাঙচুর
ক্যানসার আক্রান্ত রোগীর ক্যাথিটার লাগানো নিয়ে গন্ডগোলের জেরে একবালপুরের একটি নার্সিংহোমে ভাঙচুর। রিসেপশনিস্ট ও নার্সিংহোম কর্মীদের মারধরের অভিযোগ রোগীর ছেলে ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে বুধবার সাড়ে ১০টা নাগাদ। রোগীর ছেলে-সহ ৫ জনকে গ্রেফতার করে একবালপুর থানার পুলিশ। যদিও পরে তাঁরা জামিন পেয়ে যান আলিপুর আদালতে।জানা গিয়েছে, ১৪ নভেম্বর নার্সিংহোমে ভর্তি হন এসএন ব্যানার্জি রোডের এক রোগী।
WB News Live Updates: অপর্ণা সেনকে আইনি নোটিস
অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেনকে আইনি নোটিস পাঠালেন বিজেপি নেতা অর্নিবাণ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে অপর্ণা সেনের করা মন্তব্যের জন্য ৭দিনের নিশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে নোটিসে। না হলে অপর্ণা সেনের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
West Bengal News Live: CBI হাজিরা এড়ালেন তৃণমূল নেতা আবু তাহের
নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের মামলায় CBI হাজিরা এড়ালেন তৃণমূল নেতা আবু তাহের। নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে তাঁকে। অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।