West Bengal News Live: রাজ্যে গত একদিনে নতুন করে করোনা সংক্রমিত ৭২৮, মৃত্যু ১২ জনের
Get the latest West Bengal News and Live Updates:ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়।
LIVE
Background
কলকাতা: বিধানসভা নির্বাচন শেষ, প্রাসঙ্গিকতা হারিয়েছে সংযুক্ত মোর্চাও। বিশেষ কারণেই তৈরি হয়েছিল ফ্রন্ট। মন্তব্য সীতারাম ইয়েচুরির।
ইডির সমনের ওপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করলেন অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। কয়লাকাণ্ডে ২১ সেপ্টেম্বর ফের দিল্লিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি।
রাজ্যসভার সাংসদ পদে ইস্তফার পর অভিষেকের সঙ্গে বৈঠক। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হলেন অর্পিতা ঘোষ। খুশি দলের সিদ্ধান্তে। ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে প্রার্থী কে ? তুঙ্গে জল্পনা।
ফের মালদা মেডিক্যালে জ্বরে মৃত্যু আরও ২ শিশুর। ৩ দিনে ৫ শিশুর মৃত্যু। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল, দাব পরিবারের। কী কারণে জ্বর জানতে কলকাতায় পাঠানো হয়েছে লালারস। দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
উত্তরবঙ্গে বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা। জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি ১১৯ জন, নতুন করে ভর্তি ৩১ জন শিশু। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে স্বাস্থ্য দফতরের মেডিক্যাল টিম।
শিশু চিকিৎসার পরিকাঠামো বাড়াতে সরকারি হাসপাতালে হচ্ছে ৪৩৫টি ইনটেনসিভ কেয়ার ইউনিট। সদ্যোজাতদের জন্য এসএসকেএম, মুর্শিদাবাদে নিওনেট্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরির নির্দেশ।
সংক্রমণের শুরু থেকে নজর দেওয়া উচিত ছিল, মন্তব্য রাজ্যপালের। কেন্দ্রের সহযোগিতা নিক রাজ্য, পরামর্শ দিলীপের। বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার পরিকাঠামো ভাল, পাল্টা ফিরহাদ।
কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব। এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।
শালতোড়ার বিজেপি বিধায়কের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। বিবাহ বহির্ভূত সম্পর্কের তদন্ত করতে পারে না পুলিশ। গঙ্গাজলঘাটি থানা. দায়ের করা এফআইআরের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের।
ঋণ নিতে গিয়ে গ্রাহক-হয়রানির অভিযোগ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডে সরকারি-বেসরকারি ব্যাঙ্ক ঋণ না দিলে ব্যবস্থা নেবে সরকার। জেলাশাসকদের নোটিস মুখ্যসচিবের।
পটাশপুরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২টি ব্লকের বিস্তীর্ণ এলাকা। ঘরছাড়া বহু মানুষ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, দোসর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আজ থেকে বাড়বে বৃষ্টি।
WB News Live Updates: খাস কলকাতার বুকে ডাকাতি
খাস কলকাতার বুকে ডাকাতি। জোড়াসাঁকো থানা এলাকায় পরিবহণ সংস্থার অফিসে ঢুকে রিভলভার দেখিয়ে ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করছে পুলিশ।
West Bengal News Live: চুরি করতে গিয়ে বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর
চুরি করতে গিয়ে বিপাকে চোর। বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর, আর এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল টালিগঞ্জে। চুরি করতে গিয়ে ব্যালকনি ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে গেল চোর। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
WB News Live Updates: পুরুলিয়ার বরাবাজারে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত
পুরুলিয়ার বরাবাজারে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত। পুলিশ সূত্রে খবর, মৃত সুচিত্রা সিংয়ের স্বামী-সন্তান এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা উঠে এসেছে স্থানীয়দের একাংশের কথায়।
West Bengal News Live: ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। নাম না করে অনুব্রত মণ্ডলকে বাহুবলী বলে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। এ নিয়ে ভিডিও ভাইরাল হতেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। পাল্টা জবাব দিয়েছেন অনুব্রতও। তবে উপাচার্য বা বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।
WB News Live Updates: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। তার জেরে রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।