West Bengal News Live: চাকরির দাবিতে শিল্পমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
Get the latest West Bengal News and Live Updates:ভবানীপুরে ভোটের আগে বিজেপির ইন্দ্রপতন। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।
LIVE
Background
ভবানীপুরে ভোটের আগে বিজেপির ইন্দ্রপতন। অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।
বি মানে ভবানীপুর, বি মানে ভারতবর্ষ। নতুন ভারতবর্ষের জন্য ভবানীপুরে সবাইকে ভোট দেওয়ার ডাক অভিষেকের। বিজেপিতে আরও ভাঙনের হুঙ্কার।
রাজনীতি ছাড়ার ঘোষণার মধ্যে কোনও ছলনা ছিল না। হঠাৎ সিদ্ধান্তের দাবি বাবুলের। তৃণমূল চাইলে মমতার হয়ে প্রচার করবেন ভবানীপুরে।
অর্পিতার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফার সঙ্গে বাবুলের তৃণমূলে যোগদানের মধ্যে যোগসূত্র পাচ্ছেন অনুপম হাজরা। ঝাল-মুড়ির রফা বলে কটাক্ষ। বিজেপি যোগদান মেলায় কী হয়েছিল? পাল্টা কুণাল।
বিজেপির বর্তমানও নেই, ভবিষ্যতও নেই। তাই তৃণমূলে বাবুল। প্রতিক্রিয়া সৌগতর। বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতিক্রিয়া শমীকের। স্বার্থ চরিতার্থ করতেই দলবদল, কটাক্ষ অধীরের।
সাংসদ পদে ইস্তফার ইঙ্গিত দিয়ে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন বাবুল। দেখা করবেন অধ্যক্ষের সঙ্গে। সোমবার দেখা করছেন মমতার সঙ্গে। বড় ক্ষতি, মানলেন স্বপন। আসল ধাক্কা খাবে তৃণমূলই, ভিন্ন সুর রাহুলের।
কয়লাকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের সমন। ৩০ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ। বারবার নোটিস দেওয়া সত্বেও হাজিরা না দেওয়ার অভিযোগ ইডির।
বিক্ষোভের মুখে চেতলায় প্রচার না করেই ফিরতে হল প্রিয়ঙ্কাকে। শুধুই নাটক, পাল্টা ফিরহাদ। তৃণমূলের হামলা এড়াতে গোপনে প্রচার, বিস্ফোরক দিলীপ। মানুষ মুখ ফেরাচ্ছেন বলেই ভয়, কটাক্ষ কুণালের।
মমতাকে খুনের হুমকি দেওয়া বিজেপিকে নেতাকে ধরতে গিয়ে যোগীরাজ্যে আক্রান্ত বাংলার পুলিশ। আটকে রেখে মারধরের অভিযোগ। উদ্ধার করল আলিগড় থানার পুলিশ। ধরাই গেল না অভিযুক্তকে।
মালদা মেডিক্যালে ৪ দিনে জ্বরে ৬ শিশুর মৃত্যু। রায়গঞ্জে বালিকার মৃত্যু। ৩ দিনের বেশি জ্বর-শ্বাসকষ্ট থাকলে হাসপাতালে ভর্তির পরামর্শ রাজ্যের। বাড়িতে আলাদা রেখে চিকিৎসা। বাধ্যতামূলক মাস্ক।
বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরে আগামী ৪৮ ঘণ্টা চলবে ভারী বৃষ্টি। জলের তলায় মেদিনীপুর, হুগলির একাংশ।
West Bengal News Live: চাকরির দাবিতে শিল্পমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
চাকরির দাবিতে শিল্পমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ। ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখান। নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে বিক্ষোভকারীদের।
West Bengal News Live: বাইকে ধাক্কা মারুতির, শ্রীরামপুর রেলব্রিজ থেকে পড়ে মৃত্যু মহিলার
শ্রীরামপুর রেলব্রিজ থেকে পড়ে মৃত্যু এক মহিলার। বাইকে করে যাচ্ছিলেন এক দম্পতি। সেই সময় ধাক্কা মারে একটি মারুতি। এর জেরে ব্রিজ থেকে নীচে পড়ে যান মহিলা। তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । মৃতার নাম অর্পিতা পাল(৩২)।
West Bengal News Live: উত্তর ২৪ পরগনায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ, ধরা পড়ল অসচেতনতার ছবি
উত্তর ২৪ পরগনায় ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। এরই মধ্যে জেলাজুড়ে ধরা পড়ল অসচেতনতার ছবি। আর তা নিয়ে উৎসবের আগে, উদ্বেগে প্রশাসন।
West Bengal News Live: খড়গপুর স্টেশনে রেলের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দিলেন হিরণ
খড়গপুর স্টেশনে রেলের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ফুটওভার ব্রিজ তৈরির কাজে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনেছেন তিনি। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
West Bengal News Live: বাঁকুড়ার মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের কথা ভেবে 'উত্তরণ' প্রকল্পের সূচনা জেলা পুলিশের
ভাল প্রতিষ্ঠান থেকে বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং ও ডাক্তারি পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ জেলা পুলিশের। বাঁকুড়া জেলার মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের কথা ভেবেই জেলা পুলিশ 'উত্তরণ' প্রকল্পের মাধ্যমে একটি নামকরা বেসরকারি সংস্থার হাত ধরে এই উদ্যোগ নিয়েছে। রবিবার আনিষ্ঠানিকভাবে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে এই প্রশিক্ষণের শুভ সূচনা করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।