West Bengal News Live: পুজোর পর স্কুল খোলার ব্যবস্থা করা হচ্ছে, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Get the latest West Bengal News and Live Updates:আজ হচ্ছে না অভিষেকের র্যালি। করোনা-আবহে বিপর্যয় মোকাবিলা আইন-সহ ১৪৪ ধারা কার্যকর, পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। হাইকোর্টে জানাল ত্রিপুরা সরকার।
LIVE
Background
ঘরের মধ্যে জমা জলে বিদ্যুতের তার পড়ে দুর্ঘটনা। খড়দার আবাসনে একই পরিবারের ৩জনের মৃত্যু। টিটাগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। ভগবানপুরে নৌকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে ২জনের মৃত্যু।
বৃষ্টি থামলেও জলের তলায় কলকাতার বিস্তীর্ণ এলাকা। দক্ষিণের নিউ গড়িয়া থেকে বাঙুর, ভিআইপি। এখনও জলবন্দি রাস্তা।
বর্ধমানে হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি।
জল থইথই খিদিরপুর। শেষমুহূর্তে মমতার সভা বাতিল।লন্ডন নয়, কলকাতা এখন ভেনিস, খোঁচা সুকান্তর। পুরসভা তৎপর, তাই দ্রুত নামছে জল, দাবি ফিরহাদের।
কলকাতা: সুনীল মণ্ডল, অশোক দিন্দা ও অরিন্দম ভট্টাচার্যের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করতে চেয়ে রাজ্যকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের। রাজ্যের নিরাপত্তাই যথেষ্ট, পর্যালোচনার পর সিদ্ধান্ত, জানাল দিল্লি। শুরু জল্পনা।
তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে কংগ্রেস ছাড়লেন ফরাক্কার ৫ বারের প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার যোগ দিতে পারেন অভিষেকের জঙ্গিপুরের সভায়। কেন ছাড়ছেন উনিই বলতে পারবেন, মন্তব্য অধীরের।
হাই সিকিওরিটি জোনের কারণ দেখিয়ে অভিষেকের বাড়ির কাছে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রচারে বাধা। পুলিশের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা। কমিশনের কাছে নালিশ প্রিয়ঙ্কার।
আজ হচ্ছে না অভিষেকের র্যালি। করোনা-আবহে বিপর্যয় মোকাবিলা আইন-সহ ১৪৪ ধারা কার্যকর, পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। হাইকোর্টে জানাল ত্রিপুরা সরকার।
আগরতলায় এনসিসি থানায় গিয়ে অসুস্থ সম্পাদক কুণাল ঘোষ। জিজ্ঞাসাবাদের সময় আচমকা অসুস্থ, বমি করায় চিকিত্সার জন্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে হাসপাতালে, জানাল পুলিশ।
রাজ্যপালের সম্মতি নিয়েই চার্জশিটে ফিরহাদ-সুব্রত-মদন। বিধানসভায় হাজিরার আগের দিন স্পিকারকে ইডির চিঠি। পাল্টা চিঠি স্পিকারের। আমার প্রত্যাশা আজ আসবেন ২ অফিসার, বললেন বিমান বন্দ্যোপাধ্যায়।
দিল্লি হাইকোর্টে ইডির সমন খারিজ চেয়ে অভিষেক-রুজিরার মামলার শুনানি স্থগিত। ৩দিনের মধ্যে দু’পক্ষকেই হলফনামা দিতে নির্দেশ আদালতের। সোমবার পরবর্তী শুনানি।
শুনানি স্থগিত
এবার স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পথে বৈশাখী। তিন বছর আলাদা আছি, ডিভোর্স জরুরি, বললেন মনোজিৎ।
চিটফান্ড মামলায় হাইকোর্টে রাজ্য পুলিশের ডিজির হাজিরা। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য সহযোগিতা চাইল আদালত। নথি সংক্রান্ত সমস্যা সমাধানে নোডাল অফিসার নিয়োগের পরামর্শ।
পুরুলিয়া সুচকাণ্ডে সাজা ঘোষণা। মৃত শিশুর মা ও মায়ের প্রেমিককে মৃত্যুদণ্ড দিল আদালত। দু’জনকে খুন ও ষড়যন্ত্রের ধারায় মৃত্যুদণ্ডের নির্দেশ।
এবিপি আনন্দে খবর সম্প্রচারের ১০দিনের মাথায় তৎপরতা। ১২ বছর পরে পেনশন পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসু। মিলবে ২০০৯ থেকে বকেয়াও। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
West Bengal News Live: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের প্রস্তুতি
পুজোর পরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভাবনা, শুরু তৎপরতা। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের প্রস্তুতি।
West Bengal News Live: তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে
আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে কাটমানি! এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে।
West Bengal News Live: তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে
আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে কাটমানি! এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে।
West Bengal News Live: তৃণমূল নেতাকে কাটমানি দেওয়ার অভিযোগ মালদার হরিশ্চন্দ্রপুরে
আবাস যোজনার টাকা পেতে তৃণমূল নেতাকে দিতে হচ্ছে কাটমানি! এমনই অভিযোগ উঠল মালদার হরিশ্চন্দ্রপুরে।
West Bengal News Live: দমদমের মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু
দমদমের মতিঝিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু। ল্যাম্পপোস্টে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট, দাবি স্থানীয়দের।